দৈব ও মানবজীবন সম্পর্কে পরস্পর বিরোধী ভাবনা লুথারের ধর্মতত্ত্বের প্রোথিত ছিল বা গাঁথা ছিল| খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মনে করতেন যে, মানুষের প্রাথমিক কর্তব্য হলো ঈশ্বরের অনুগমন করা| তার বিশ্বাস ছিল যে - মানুষ এমন একটি জগতের অধিকারী, যেখানে তার জীবনের প্রয়োজনে সে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন|
এই জাতীয় তত্ত্বের প্রেক্ষিতে লুথার যখন তৎকালীন ধর্মীয় জীবনের মূল্যায়ন করেছিলেন, তখন সঙ্গত কারণেই তার মনে হয়েছিল যে- খ্রীস্টান ধর্মালম্বীরা বাইবেলে যে ধর্মীয় জীবনের উল্লেখ রয়েছে তা থেকে বিচ্যুত হয়েছে| এই দৃষ্টিভঙ্গি থেকেই লুথার লিখেছেন তার "95 থিসিস"|
এই 95 থিসিসের প্রতিবাদ পত্রটি তিনি উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে পেরেক দিয়ে লাগিয়ে দেন| এর উদ্দেশ্য রোমান ক্যাথলিকদের যাজকদের সঙ্গে সৎ ধর্মের চরিত্র কি? সেই প্রসঙ্গে অবতীর্ণ হওয়া| কোন ব্যক্তি ঈশ্বরের অনুগ্রহ পাবে কিনা, তা কর্মের দ্বারা পূর্ব নির্দিষ্ট| অর্থের বিনিময়ে কোন পাপীর পাপ মুক্ত করাকে লুথার দুর্নীতিগ্রস্ত বলে ঘোষণা করেন|
লুথারের এই 95 থিসিসের প্রতিবাদ পত্রটি ছিল পোপের স্বর্গীয় ক্ষমতার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ| "পোপতন্ত্র ঈশ্বরের সৃষ্টি"- এই মত তিনি খণ্ডন করেছিলেন| সমগ্র জার্মানির শিক্ষিত শ্রেণী লুথারের থিসিসের প্রভাবিত হয় এবং জার্মান জনমত ক্যাথলিক ধর্মালম্বীদের বিরুদ্ধে আলোড়িত হয়ে ওঠে|
.......................................
লুথারের এই 95 থিসিসের প্রতিবাদ পত্রটি ছিল পোপের স্বর্গীয় ক্ষমতার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ| "পোপতন্ত্র ঈশ্বরের সৃষ্টি"- এই মত তিনি খণ্ডন করেছিলেন| সমগ্র জার্মানির শিক্ষিত শ্রেণী লুথারের থিসিসের প্রভাবিত হয় এবং জার্মান জনমত ক্যাথলিক ধর্মালম্বীদের বিরুদ্ধে আলোড়িত হয়ে ওঠে|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|