মূল্য বিপ্লব বলতে কি বুঝ

ষোড়শ শতকের ইউরোপের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য অর্থনৈতিক ঘটনা হলো অভূতপূর্ব মুদ্রাস্ফীতি| এই সময় পণ্য বিশেষ করে খাদ্য দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল| 

শতকের প্রথমার্ধে এই বৃদ্ধি ছিল প্রায় দ্বিগুণ, শতকের শেষে দাম প্রায় পাঁচ গুণ বেড়ে যায়| অন্যান্য ভোগ্য পণ্যের দামও বেড়ে ছিল, তবে খাদ্যশস্যের মতো উচ্চ হারে মূল্য বৃদ্ধি ঘটেনি| মূল্যের এই অস্বাভাবিক বৃদ্ধিকে ঐতিহাসিকরা "মূল্য বিপ্লব" বলে অভিহিত করেছেন|

মূল্য-বিপ্লব


রিয়ালিস্ট ঐতিহাসিকরা মনে করেন যে, মূল্য বৃদ্ধির কারণ বর্ধিত চাহিদা, যার পিছনে আছে জনসংখ্যা তাৎপর্যপূর্ণ বৃদ্ধি| অন্যদিকে মনিটারিস্ট স্কুলের প্রবক্তা মনে করেন, মুদ্রার জোগান ভীষণ ভাবে বেড়ে যাওয়াতে মুদ্রাস্ফীতি ঘটেছিল, এর পেছনে ছিল আমেরিকা থেকে মূল্যবান ধাতুর বিপুল আমদানি| মূল্য বিপ্লব ইউরোপে খাদ্যশস্য ও ভোগ পণ্যের দাম বেড়েছিল, যা ইউরোপের সমাজ ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলেছিল|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. C. Warren Hollister, "Medieval Europe: A Short History".
  3. Simon Jenkins, "A Short History of Europe".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐