রেনেসাঁস এর শ্রেষ্ঠ অবদান হলো মানবতাবাদ| মানবতাবাদের মূল কথা হলো, মানুষের প্রতি ভালোবাসা বা মানুষের মঙ্গল করা|
প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য, দর্শন, শিল্প, বিজ্ঞান প্রভৃতির চর্চার ফলে মানুষ বুঝতে শুরু করে যে, এই জগৎ আনন্দময় এবং দেহ-মনের উন্নতি সাধনই হলো জীবনের উদ্দেশ্য|
মানুষের মনের এই নতুন চিন্তাধারার ফলে উদ্ভব হয় নবজাগরণের মানবতাবাদীর দিক| এই যুগে মানবতাবাদীরা পৌরাণিক চিন্তার পরিবর্তে ইহ জীবনের সুখ-স্বাচ্ছন্দ বৃদ্ধি ও প্রেম ভালোবাসার কথা প্রচার করতে থাকেন|
তারা মানব জীবনের উন্নতির উপর গুরুত্ব দিয়ে সাহিত্য ও শিল্পকলায় মানুষের জীবনকে ভিত্তি করে বিভিন্ন সৃষ্টি কর্মকে সমর্থন জানান| এরাসমাস, কোলেট, কেলটিস প্রমুখ ছিলেন ইউরোপের শ্রেষ্ঠ মানবতাবাদী|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
- ইতালীয় রেনেসাঁর চিত্রকলা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
............