অলিভার ক্রমওয়েলের বিভিন্ন শাসনতান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার অকৃতকার্য হওয়ার সাথে সাথে দেশে কমনওয়েলথ ও প্রতিরক্ষা শাসন ব্যবস্থা ব্যর্থতায় পর্যবসিত হয়|
অলিভার ক্রমওয়েলের পর রিচার্ড ক্রমওয়েল ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে শাসন দ্রুত গতিতে অবলুপ্তির পথে এগিয়ে যায়| এরপর 1660 সালে 29 শে মে ইংল্যান্ডে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা সাধারণত "রেস্টোরেশন"(Restoration) বা "স্টুয়ার্ট রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা" নামে পরিচিত| এই রেস্টোরেশনের প্রধান নায়ক ছিলেন সেনা বিভাগের প্রধান জেনারেল মঙ্ক|
রেস্টোরেশন ব্যবস্থা কার্যকরী হয়েছিল দুটি পার্লামেন্টের মাধ্যমে| অধ্যাপক ট্টেভিলিয়ানের মতে, দুটি রেস্টোরেশন হয়েছিল| প্রথমটি 1660 সালে, যার ফলে সামরিকতন্ত্রের অবসান ঘটিয়ে রাজা ও পার্লামেন্টের পুনঃপ্রতিষ্ঠা হয়| তার সাথে পুনঃপ্রতিষ্ঠা হয় অসামরিক রাষ্ট্র এবং বংশগত উচ্চশ্রেণীর প্রাধান্য| 1661 সালে দ্বিতীয় রেস্টোরেশন, যার ফলে অ্যাংলিকান চার্চ পুনঃপ্রতিষ্ঠা হয়| প্রথমটি কনভেনশন পার্লামেন্টের রেস্টোরেশন এবং দ্বিতীয়টি ক্যাভালিয়ার পার্লামেন্টের রেস্টোরেশন| অধ্যাপক ট্যানার বলেছেন, "The Restoration of 1660 was not a complete restoration".
সাংবিধানিক ক্ষেত্রে রাজার প্রিভি কাউন্সিল, লর্ড সভা, কমন্সসভা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল ঠিকই, তবে পূর্বের মতো রাজা অবাধ স্বৈরাচারী ক্ষমতার কোনো প্রয়োগ ঘটেনি| রেস্টোরেশনের ফলে রাজা শুধু দৈব শক্তির অধিকারই ফিরে পেয়েছিলেন, চরম ক্ষমতা নয়|
রাজ শক্তির হাতে স্থায়ী সেনাবাহিনী রাখার রীতিকে ফিরিয়ে আনা হয়নি, স্টার চেম্বার ও হাই কমিশনার আদালত যেগুলি প্রথম চার্লসের স্বৈরাচারী হয়ে উঠার প্রধান অস্ত্র| তার কোন পরিবর্তন ঘটানো হয়নি| রেস্টোরেশন প্রিভি কাউন্সিলের অপরাধ সম্পর্কিত বিষয়ে বিচার করার ক্ষমতা ফিরিয়ে দেয়নি| রাজার বিশেষ আইনগত ক্ষমতার উপর নিষেধাজ্ঞা জারি করা হল| এরপর থেকে সমস্ত আইনই পার্লামেন্টে সংখ্যাধিক্য মতানুযায়ী মনোনীত হবে| আরও বলা হলো, পার্লামেন্টের অনুমোদন ছাড়া অর্থ সংগ্রহের জন্য রাজা কোনরকম কর বসাতে পারবে না|
রাজা ও চার্চের যেসব জমিজমা গৃহযুদ্ধের পর বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল, সেগুলি ফিরিয়ে দেওয়া হলো| আর সাধারণ মানুষের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হলো, যার জমি তাকে ফিরিয়ে দেওয়া হবে| কিন্তু এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য কোন আইন বিধিবদ্ধ হয়নি| এই অবস্থায় সাধারণ মানুষের পক্ষে সব সময় তাদের জমি ফিরে পাওয়া সম্ভব হয়নি, তা সহজেই অনুমান করা যায়| তবে বেশিরভাগ রাজতন্ত্রী ও রাজভক্ত ক্যাভালিয়ারা তাদের জমি-জমা ফেরত পেয়েছিলেন|
রেস্টোরেশন ব্যবস্থা অর্থনৈতিক ক্ষেত্রেও পরিবর্তন এনেছিল| রাজার আর্থিক প্রয়োজন সিদ্ধান্ত করার জন্য পার্লামেন্ট একটি কমিটি গঠন করল| স্থির হলো অভ্যন্তর অন্তঃশুল্ক থেকে মোটা আয়ের একটা বড় অংশ রাজার অর্থ ভাণ্ডারে জমা দেওয়া হবে| রাজার স্থায়ি সেনাবাহিনীকে ভেঙে দেওয়া ক্ষতিপূরণ হিসেবে রাজাকে অতিরিক্ত অর্থ মঞ্জুরের প্রতিশ্রুতি দেওয়া হলো| তবে পার্লামেন্ট রাজার ঋণ পরিশোধ করতে অস্বীকার করল|
চার্চের উপর পোপ বা রাজার সার্বভৌমত্বের পরিবর্তে পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হল| 1661 সাল থেকে 1665 সালের মধ্যে বেশ কয়েকটি আইন-প্রণয়ন করে পার্লামেন্ট বিশপদের বিভিন্ন ধরনের ক্ষমতাকে সংকুচিত করে, এই আইনগুলি "Clarendon Code" নামে পরিচিত| এই আলোচনা থেকে স্পষ্ট যে, গৃহযুদ্ধের পূর্বেই রাজশক্তির যে ক্ষমতা, যে স্থান, যে প্রভাব বা প্রতিপত্তি ছিল রেস্টোরেশন তা ফিরিয়ে দেয়নি|
বরং পার্লামেন্টের হাতে পূর্বের চেয়ে অনেক ক্ষমতা এনে দেওয়া হলো| পার্লামেন্টের অনুমোদন ছাড়া কোনো কর বসানো যাবে না এবং কোন আইন পার্লামেন্টের অনুমোদন ছাড়া প্রণয়ন করা যাবে না| সুতরাং আর্থিক ও আইনগত দিক থেকে পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠা হল| পুরোপুরি না হলেও রাজশক্তির অপেক্ষা পার্লামেন্টের ক্ষমতা ও আধিপত্য স্থাপিত হল|
সাংবিধানিক ক্ষেত্রে রাজার প্রিভি কাউন্সিল, লর্ড সভা, কমন্সসভা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল ঠিকই, তবে পূর্বের মতো রাজা অবাধ স্বৈরাচারী ক্ষমতার কোনো প্রয়োগ ঘটেনি| রেস্টোরেশনের ফলে রাজা শুধু দৈব শক্তির অধিকারই ফিরে পেয়েছিলেন, চরম ক্ষমতা নয়|
রাজ শক্তির হাতে স্থায়ী সেনাবাহিনী রাখার রীতিকে ফিরিয়ে আনা হয়নি, স্টার চেম্বার ও হাই কমিশনার আদালত যেগুলি প্রথম চার্লসের স্বৈরাচারী হয়ে উঠার প্রধান অস্ত্র| তার কোন পরিবর্তন ঘটানো হয়নি| রেস্টোরেশন প্রিভি কাউন্সিলের অপরাধ সম্পর্কিত বিষয়ে বিচার করার ক্ষমতা ফিরিয়ে দেয়নি| রাজার বিশেষ আইনগত ক্ষমতার উপর নিষেধাজ্ঞা জারি করা হল| এরপর থেকে সমস্ত আইনই পার্লামেন্টে সংখ্যাধিক্য মতানুযায়ী মনোনীত হবে| আরও বলা হলো, পার্লামেন্টের অনুমোদন ছাড়া অর্থ সংগ্রহের জন্য রাজা কোনরকম কর বসাতে পারবে না|
রাজা ও চার্চের যেসব জমিজমা গৃহযুদ্ধের পর বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল, সেগুলি ফিরিয়ে দেওয়া হলো| আর সাধারণ মানুষের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হলো, যার জমি তাকে ফিরিয়ে দেওয়া হবে| কিন্তু এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য কোন আইন বিধিবদ্ধ হয়নি| এই অবস্থায় সাধারণ মানুষের পক্ষে সব সময় তাদের জমি ফিরে পাওয়া সম্ভব হয়নি, তা সহজেই অনুমান করা যায়| তবে বেশিরভাগ রাজতন্ত্রী ও রাজভক্ত ক্যাভালিয়ারা তাদের জমি-জমা ফেরত পেয়েছিলেন|
রেস্টোরেশন ব্যবস্থা অর্থনৈতিক ক্ষেত্রেও পরিবর্তন এনেছিল| রাজার আর্থিক প্রয়োজন সিদ্ধান্ত করার জন্য পার্লামেন্ট একটি কমিটি গঠন করল| স্থির হলো অভ্যন্তর অন্তঃশুল্ক থেকে মোটা আয়ের একটা বড় অংশ রাজার অর্থ ভাণ্ডারে জমা দেওয়া হবে| রাজার স্থায়ি সেনাবাহিনীকে ভেঙে দেওয়া ক্ষতিপূরণ হিসেবে রাজাকে অতিরিক্ত অর্থ মঞ্জুরের প্রতিশ্রুতি দেওয়া হলো| তবে পার্লামেন্ট রাজার ঋণ পরিশোধ করতে অস্বীকার করল|
চার্চ |
চার্চের উপর পোপ বা রাজার সার্বভৌমত্বের পরিবর্তে পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হল| 1661 সাল থেকে 1665 সালের মধ্যে বেশ কয়েকটি আইন-প্রণয়ন করে পার্লামেন্ট বিশপদের বিভিন্ন ধরনের ক্ষমতাকে সংকুচিত করে, এই আইনগুলি "Clarendon Code" নামে পরিচিত| এই আলোচনা থেকে স্পষ্ট যে, গৃহযুদ্ধের পূর্বেই রাজশক্তির যে ক্ষমতা, যে স্থান, যে প্রভাব বা প্রতিপত্তি ছিল রেস্টোরেশন তা ফিরিয়ে দেয়নি|
বরং পার্লামেন্টের হাতে পূর্বের চেয়ে অনেক ক্ষমতা এনে দেওয়া হলো| পার্লামেন্টের অনুমোদন ছাড়া কোনো কর বসানো যাবে না এবং কোন আইন পার্লামেন্টের অনুমোদন ছাড়া প্রণয়ন করা যাবে না| সুতরাং আর্থিক ও আইনগত দিক থেকে পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠা হল| পুরোপুরি না হলেও রাজশক্তির অপেক্ষা পার্লামেন্টের ক্ষমতা ও আধিপত্য স্থাপিত হল|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- C. Warren Hollister, "Medieval Europe: A Short History".
সম্পর্কিত বিষয়
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................