সিন্ধু সভ্যতার কাল নির্ণয় করা খুবই কঠিন কাজ| এই সভ্যতার তাম্র প্রস্তর যুগের অর্থাৎ লৌহ যুগের পূর্বেকার| ভারতে আর্যদের আগমনের সঙ্গে সঙ্গে সম্ভবত লৌহ যুগের সূচনা হয়েছিল| সুতরাং সিন্ধু সভ্যতার নিম্নতম সময়সীমা এক হাজার খ্রিষ্টপূর্বাব্দের কাছে, কিন্তু ঊর্ধ্বতর সময় সীমার নিয়ে প্রশ্ন থেকেই গেছে|
মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার আদিবাসীদের বাণিজ্যিক আদান-প্রদানের উল্লেখ পাওয়া গেছে| এই সভ্যতার সময় সীমা ছিল 2800 খ্রিস্টপূর্বাব্দে| কিন্তু মহেঞ্জোদারো, হরপ্পা প্রভৃতি কয়েকটি কেন্দ্রে তার স্তর জলমগ্ন থাকায় এই কালসীমাকে আরো কয়েক শত বৎসর পিছিয়ে দেওয়া যেতে পারে|
স্যার জন মার্শাল এর মতে, এই সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 3250-2750 অব্দ| বর্তমান বিজ্ঞান ভিত্তিক "রেডিও কার্বন 14" পরীক্ষা দ্বারা সিন্ধু সভ্যতার বিভিন্ন স্তরে সময় কাল নির্ণয় করা হয়েছে, আবার এই পদ্ধতি অনুসারে কালিবঙ্গানের সময়কাল খ্রিস্টপূর্ব 2200 অব্দ এবং নিম্ন সীমা খ্রিস্টপূর্ব 1700 অব্দে চিহ্নিত করেছে|
প্রত্নতাত্ত্বিক সাইট |
মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার আদিবাসীদের বাণিজ্যিক আদান-প্রদানের উল্লেখ পাওয়া গেছে| এই সভ্যতার সময় সীমা ছিল 2800 খ্রিস্টপূর্বাব্দে| কিন্তু মহেঞ্জোদারো, হরপ্পা প্রভৃতি কয়েকটি কেন্দ্রে তার স্তর জলমগ্ন থাকায় এই কালসীমাকে আরো কয়েক শত বৎসর পিছিয়ে দেওয়া যেতে পারে|
স্যার জন মার্শাল এর মতে, এই সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 3250-2750 অব্দ| বর্তমান বিজ্ঞান ভিত্তিক "রেডিও কার্বন 14" পরীক্ষা দ্বারা সিন্ধু সভ্যতার বিভিন্ন স্তরে সময় কাল নির্ণয় করা হয়েছে, আবার এই পদ্ধতি অনুসারে কালিবঙ্গানের সময়কাল খ্রিস্টপূর্ব 2200 অব্দ এবং নিম্ন সীমা খ্রিস্টপূর্ব 1700 অব্দে চিহ্নিত করেছে|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
সম্পর্কিত বিষয়
- ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................