বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন| তবে তিনি একাধিক কারণে কৌলিন্য প্রথা বাংলায় স্থান দিয়েছিলেন| তবে একথা ঠিক যে, মূলত হিন্দু সমাজের সচেতন ভাবে গড়ে তোলার জন্য তিনি এই মহাপদক্ষেপ গ্রহন করেছিলেন|
ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ- এই শ্রেণীর মধ্যে কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন| সামাজিক আচার-ব্যবহার, বিবাহ প্রভৃতি নানা বিষয়ে কুলীন শ্রেণীর লোকদের কতগুলি বিশেষ রীতি-নীতি অনুসরণ করে চলতে হয়|
ন্যায়-পরায়ণ, জাতিগত পবিত্রতা, সততা প্রভৃতি সৎ গুণের মান বৃদ্ধি করায় ছিল এই প্রথা প্রবর্তনের মূল উদ্দেশ্য|
তবে বল্লাল সেন যে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তা সত্যিই প্রশংসাযোগ্য এবং তৎকালীন সমাজে তার এই প্রথা মানবিক গুণে সঠিক হাতিয়ার হিসাবে কাজ করেছিল|
তথ্যসূত্র
- Sudipa Bandyopadhyay, "Architectural Motifs in Early Mediaeval Art of Eastern India: (Pala-Sena Period)".
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India".
সম্পর্কিত বিষয়
- 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল রাজ দরবারে বিভিন্ন দলগুলির উন্নতি এবং তাদের রাজনীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................