খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে অর্থাৎ বৈদিক যুগের শেষের দিকে উত্তর ভারতে কোন নির্দিষ্ট শক্তিশালী রাজ্য ছিল না| এই সময় একটি অখন্ড রাষ্ট্রের পরিবর্তে বেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক শক্তির উত্থান ঘটে, এগুলি প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে "ষোড়শ মহাজনপদ" নামে পরিচিত| এই মহাজনপদ গুলির মধ্যে বৃজি গণরাজ্যটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য|
গঙ্গা নদীর উত্তরে(বর্তমানে উত্তর বিহারে) মজফফুরে নিকটবর্তী অঞ্চলে এই রাজ্যটি অবস্থিত ছিল| বৃজি রাজ্যটি গঙ্গার উত্তরকুল থেকে নেপাল পর্যন্ত বিস্তৃত ছিল|
ঐতিহাসিক রিস ডেভিস এবং কানিংহাম বলেছেন, মোট আটটি উপজাতি গোষ্ঠীর লোকেরা এই রাজ্যটি সৃষ্টি করেছিলেন| এদের মধ্যে জাতক, লিচ্ছবি, বিদেহ এবং বৃজি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য ও বৈসালি ছিল এর রাজধানী|
জনসাধারণ ভোটদানের মাধ্যমে রাজাদের নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত করতেন| আধুনিককালে রাষ্ট্রের সমবায় বলতে যা বোঝায়, বৃজি ছিল সেই ধরনের একটি গণরাজ্য| পরবর্তীতে মগধ রাজ্যে সঙ্গে বিরোধ বাধে| শেষ পর্যন্ত মগধের কাছে বৃজি গণরাজ্যের পরাজয় তথা পতন ঘটে|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India"
সম্পর্কিত বিষয়
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................