বৃজি গণরাজ্য

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে অর্থাৎ বৈদিক যুগের শেষের দিকে উত্তর ভারতে কোন নির্দিষ্ট শক্তিশালী রাজ্য ছিল না| এই সময় একটি অখন্ড রাষ্ট্রের পরিবর্তে বেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক শক্তির উত্থান ঘটে, এগুলি প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে "ষোড়শ মহাজনপদ" নামে পরিচিত| এই মহাজনপদ গুলির মধ্যে বৃজি গণরাজ্যটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য|

বৃজি


গঙ্গা নদীর উত্তরে(বর্তমানে উত্তর বিহারে) মজফফুরে নিকটবর্তী অঞ্চলে এই রাজ্যটি অবস্থিত ছিল| বৃজি রাজ্যটি গঙ্গার উত্তরকুল থেকে নেপাল পর্যন্ত বিস্তৃত ছিল| 

ঐতিহাসিক রিস ডেভিস এবং কানিংহাম বলেছেন, মোট আটটি উপজাতি গোষ্ঠীর লোকেরা এই রাজ্যটি সৃষ্টি করেছিলেন| এদের মধ্যে জাতক, লিচ্ছবি, বিদেহ এবং বৃজি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য ও বৈসালি ছিল এর রাজধানী|

জনসাধারণ ভোটদানের মাধ্যমে রাজাদের নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত করতেন| আধুনিককালে রাষ্ট্রের সমবায় বলতে যা বোঝায়, বৃজি ছিল সেই ধরনের একটি গণরাজ্য| পরবর্তীতে মগধ রাজ্যে সঙ্গে বিরোধ বাধে| শেষ পর্যন্ত মগধের কাছে বৃজি গণরাজ্যের পরাজয় তথা পতন ঘটে|


তথ্যসূত্র

  1. সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)
  2. Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India"

সম্পর্কিত বিষয়

  1. মগধের উত্থানের কারণ (আরো পড়ুন)
  2. ভারতের মহাজনপদ উত্থানের ইতিহাস (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐