ভারতে আগত ইসলামীও পর্যটকদের মধ্যে যারা এসেছিলেন এবং সর্বাপেক্ষা যিনি উচ্চশিখরে আসীন হয়েছিলেন, তাদের মধ্যে অসাধারণ ব্যক্তি ছিলেন আল-বেরুনী|
973 খ্রিস্টাব্দে খোয়ারাজম রাজ্যের রাজধানী খাতে তিনি জন্মগ্রহণ করেন| তাঁর পাণ্ডিত্যের মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ তাকে গজনীতে নিয়ে আসেন| সুলতান মাহমুদ যখন ভারত আক্রমন করেন, তখন তিনি সে আক্রমণকারীদের সঙ্গে ভারতে আসেন|
আল-বেরুনী মূলত ভারতে সংস্কৃত ও সাহিত্যে অধ্যায়ন করে| ভারত সম্পর্কে তিনি যে বিখ্যাত বইটির লিখেন তার নাম হলো "কিতাব উল হিন্দ "| ভারতে ধর্ম, সমাজ ব্যবস্থা, জ্যোতির্বিজ্ঞান , রসায়ন শাস্ত্র, গণিতশাস্ত্র, দর্শন, ভেষজবিদ্যা ও বিজ্ঞান শাখায় অভূতপূর্ব উন্নতি এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন|
শেষে একথা বলতে হয় যে, তাঁর গ্রন্থে ধর্মীয় সংকীর্ণতা কোন স্থান ছিল না, এটাই সব থেকে বড় মহৎ|
973 খ্রিস্টাব্দে খোয়ারাজম রাজ্যের রাজধানী খাতে তিনি জন্মগ্রহণ করেন| তাঁর পাণ্ডিত্যের মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ তাকে গজনীতে নিয়ে আসেন| সুলতান মাহমুদ যখন ভারত আক্রমন করেন, তখন তিনি সে আক্রমণকারীদের সঙ্গে ভারতে আসেন|
আল-বেরুনী মূলত ভারতে সংস্কৃত ও সাহিত্যে অধ্যায়ন করে| ভারত সম্পর্কে তিনি যে বিখ্যাত বইটির লিখেন তার নাম হলো "কিতাব উল হিন্দ "| ভারতে ধর্ম, সমাজ ব্যবস্থা, জ্যোতির্বিজ্ঞান , রসায়ন শাস্ত্র, গণিতশাস্ত্র, দর্শন, ভেষজবিদ্যা ও বিজ্ঞান শাখায় অভূতপূর্ব উন্নতি এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন|
শেষে একথা বলতে হয় যে, তাঁর গ্রন্থে ধর্মীয় সংকীর্ণতা কোন স্থান ছিল না, এটাই সব থেকে বড় মহৎ|
তথ্যসূত্র
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
- Mohammad Habib, "Studies in Medieval Indian Polity and Culture"
সম্পর্কিত বিষয়
- 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল রাজ দরবারে বিভিন্ন দলগুলির উন্নতি এবং তাদের রাজনীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
- মুঘল ভারতের ব্যাংকার এবং ব্যবসায়ী সম্প্রদায় (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................