1527 খ্রিস্টাব্দে 16 ই মার্চ আগ্রার অনতিদূরে খানুয়ার প্রান্তরে মুঘল শক্তি সঙ্গে রাজপুত বাহিনীর যুদ্ধ সংঘটিত হয়| এই যুদ্ধ মুঘল তথা ভারতবর্ষের ইতিহাসে "খানুয়ার যুদ্ধ" নামে পরিচিত|
এই যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব ছিল বহুল আলোচিত বিষয়| ছত্রভঙ্গ রাজপুত বাহিনী আর কোনদিন মুঘলদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে সাহস পায়নি|
অধ্যাপক ঈশ্বরী প্রসাদ এর ভাষায় বলা যায় যে, "The battle of Khanwa one of the decisive battle on Indian history". আবার অন্যদিকে অধ্যাপক উইলিয়াম রাসব্রুক বলেছেন যে, "এতদিন পর্যন্ত ভারতের অধিকার প্রশ্নে প্রাধান্য পেয়েছিল বাবরের দুঃসাহসিক জীবনের উপাখ্যান, কিন্তু এই পর্যন্ত বা এরপর থেকে শুরু হয়েছিল বাবরের প্রাধান্য এবং মূল স্রোতের প্রতিবিম্ব"|
বাবরকে বহু যুদ্ধ করতে হয়েছিল ঠিকই, নিজের অস্তিত্বকে ভারতবর্ষের ইতিহাসে অক্ষুন্ন এবং নিজেকেও অমর রাখার জন্য| কিন্তু খানুয়ার যুদ্ধের পর যেসব যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সেগুলির উদ্দেশ্য নিজেকে টিকিয়ে রাখার জন্য নয়, সাম্রাজ্যের মঙ্গল এবং সুবিস্তৃত জন্য|
তথ্যসূত্র
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
- অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"
সম্পর্কিত বিষয়
- ভারতবর্ষে মুঘল বা মোগল সাম্রাজ্যের প্রকৃতি ও কার্যাবলীর সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
- মুঘল আমলে বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা (আরো পড়ুন)
- 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল রাজ দরবারে বিভিন্ন দলগুলির উন্নতি এবং তাদের রাজনীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................