কৃষি ব্যবস্থা প্রচলিত থাকলেও ঋক বৈদিক যুগ ছিল মূলত পশুপালন ভিত্তিক এবং অর্থনীতির উপর প্রতিষ্ঠিত`| স্বাভাবিকভাবে গাভী, বলদ বা ষাঁড় ছিল তাদের মূল্যবান পশু সম্পদ বা অর্থনৈতিক দিক থেকে প্রধান অবলম্বন| গো সম্পদ বৃদ্ধির জন্য আর্যদের প্রার্থনার কথাও ঋকবেদে বারবার উল্লেখ করেছেন|
গো সম্পদের মধ্যে গাভী প্রতি মানুষের শ্রদ্ধা ছিল গভীর| ঋগবেদে বহুবার গো হত্যা নিষিদ্ধকরণে ইঙ্গিত পাওয়া যায়| তবে গরু শুধু খাদ্যের উৎস হিসেবে নয়, ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল গরু|
ঋক বৈদিক যুগে যার কাছে যত বেশি গরু থাকত, সে ততই সম্পদশালী বলে বিবেচিত হতো| ঐতিহাসিক রোমিলা থাপার এর মতে, "আর্য জাতি যখন ভারতে আসে, তখন পশুপালন প্রধান জীবিকা হিসাবে গ্রহণ করা হয়েছিল"|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
সম্পর্কিত বিষয়
- ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................