গুরু নানক কে ছিলেন

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক 1469 খ্রিস্টাব্দে লাহোরের কাছে তালবন্ধি গ্রামে পাঞ্জাবি ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন| বাল্যকাল থেকে ধর্মের প্রতি তাঁর আকর্ষণ গড়ে উঠে| সত্যের সন্ধানে তিনি স্ত্রী ও পুত্র ছেড়ে নানা তীর্থে ভ্রমণ করেন| 

এমনকি তিনি মক্কা এবং বাগদাদ ও সিংহলে যান| তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন| মূর্তিপূজা ও তীর্থযাত্রা, জাতিভেদ প্রথা প্রভৃতি তীব্র নিন্দা করেন|

গুরু-নানক-কে-ছিলেন
শিখ ধর্মের প্রতীক


তাঁর উপদেশ গুলি "আদি গ্রন্থ" পুস্তকে লিপিবদ্ধ করা আছে| নানক শিষ্যদের পাঁচটি বিষয়ে জীবনচর্চায় পালন করতে নির্দেশ দেন| এগুলি নাম হল- ঈশ্বরের নাম কীর্তন, দান, আত্মমান, সিমরান ও সেন আন্তরিকভাবে ঈশ্বরের উপাসনা|

সৎ এবং নিরাসক্ত জীবন যাপন ছিল তাঁর ধর্মের মূল কথা| হিন্দু-মুসলমানের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা ছিল তাঁর জীবনের মূল উদ্দেশ্য| তাঁর মৃত্যুর(1539) আগে পর্যন্ত খ্যাতির উচ্চশিখরে আহরণ করেছিলেন| তাঁর শিষ্যরা শিখ নামে পরিচিত|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ী, "মধ্যকালীন ভারত"
  2. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  3.  V D Mahajan, "History of Medieval India"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|

                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐