ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের নায়ক ছিলেন মার্টিন লুথার(1483-1546)| 1510 সালে তিনি ক্যাথলিক ধর্মের কেন্দ্রস্থল রোম পরিদর্শন করেন| রোমে ক্যাথলিক গির্জা ও ধর্মযাজকদের অনাচার ও দুর্নীতির স্বরূপ দেখে তিনি মর্মাহত হন এবং এই দুর্নীতি থেকে ধর্মকে রক্ষা করার সংকল্প গ্রহণ করেন|
মধ্যযুগে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাপ মোচনের জন্য দুই প্রকার বিধি প্রচলিত ছিল, যথা- অনুতাপ ও প্রায়শ্চিত| এই প্রায়শ্চিতের একটি বিশেষ দিক ছিল indulgence বা মার্জনা পত্র বা ছাড়পত্র|
"Indulgence" হল পাপীর পাপ মোচনের ছাড়পত্র, যা সাধারণ মানুষ ক্রয় করে পাপ মুক্ত হতেন| অর্থের বিনিময় গির্জার লোকেরা Indulgence বিক্রি করতেন| এই বিধি রোমান গির্জায় দীর্ঘকাল ধরে চলে আসছে| এতে বলা হয়েছিল যে, অপরাধী তার পাপ স্বীকার করে এই ছাড়পত্র ক্রয় করলে সে পাপ থেকে মুক্তি পাবে| এতে আরও বলা হয়েছিল যে, মৃত্যুর পর আত্মাকে মুক্তি দেওয়া যেতে পারে যদি কেউ তার হয়ে এই ছাড়পত্র ক্রয় করে|
পোপ লাভের বশবর্তী হয়ে বিভিন্ন গির্জা মারফত এই ছাড়পত্র কুসংস্কারচ্ছন্ন মানুষের কাছে বিক্রি করে প্রচুর অর্থ সংগ্রহ করতে থাকেন| এই অবস্থায় পোপতন্ত্রের দুর্নীতি, অবিচার ও অনাচারের বিরুদ্ধে মার্টিন লুথার এক ইশতেহার প্রচার করে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেন| তিনি প্রকাশ্যেই জনসম্মুখে পুড়িয়ে দিয়ে কুসংস্কারচ্ছন্ন সমাজকে দুর্নীতিমুক্ত করতে সচেষ্ট হন| এই ছাড়পত্র বিক্রয় করার ঘটনাকে কেন্দ্র করে জন্ম নেয় মার্টিন লুথারের নেতৃত্বে এক প্রতিবাদী ধর্মমত, যার নাম প্রোটেস্ট্যান্ট ধর্ম|
.......................................
পোপ লাভের বশবর্তী হয়ে বিভিন্ন গির্জা মারফত এই ছাড়পত্র কুসংস্কারচ্ছন্ন মানুষের কাছে বিক্রি করে প্রচুর অর্থ সংগ্রহ করতে থাকেন| এই অবস্থায় পোপতন্ত্রের দুর্নীতি, অবিচার ও অনাচারের বিরুদ্ধে মার্টিন লুথার এক ইশতেহার প্রচার করে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেন| তিনি প্রকাশ্যেই জনসম্মুখে পুড়িয়ে দিয়ে কুসংস্কারচ্ছন্ন সমাজকে দুর্নীতিমুক্ত করতে সচেষ্ট হন| এই ছাড়পত্র বিক্রয় করার ঘটনাকে কেন্দ্র করে জন্ম নেয় মার্টিন লুথারের নেতৃত্বে এক প্রতিবাদী ধর্মমত, যার নাম প্রোটেস্ট্যান্ট ধর্ম|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|