150-151 খ্রিষ্টাব্দ জুনাগড় শিলালিপি স্থাপিত হয়েছিল| এই জুনাগড় লিপি থেকে প্রথম রুদ্রদামনের রাজত্বকাল সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়| এই লিপিতে উল্লেখ্য আছে যে, প্রথম রুদ্রদামন দাক্ষিণাত্যের শাসক সাতকর্ণীকে দুইবার পরাজিত করেছিলেন|
রুদ্রদামন যে অঞ্চলগুলি জয় করেছিলেন, তার বিবরণ এই শিলালিপিতে পাওয়া যায়| এই শিলালিপি থেকে আরো জানা যায় যে, রুদ্রদামন শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন সুশাসক ও বিদ্যার অনুগ্রাহী|
রুদ্রদামন সম্পর্কে জানার জন্য এই শিলালিপির গুরুত্ব অপরিসীম| তাছাড়া তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতির বিষয় এই শিলালিপি আমাদের বিশেষভাবে সাহায্য করে|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
সম্পর্কিত বিষয়
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................