কুষাণ সম্রাটদের মধ্যে কনিষ্ক ছিল সর্বশেষ্ঠ| কনিষ্ক পুরুষপুর বা পেশোয়ারকে তার রাজধানী চিহ্নিত করে ভারতের এক বিশাল সাম্রাজ্য স্থাপন করে এবং কুষাণ রাজবংশকে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ে পরিণত করেছিলেন|
কাশ্মীর, সমগ্র পাঞ্জাব, গাঙ্গেয় উপত্যকা, পাটনা প্রভৃতি তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত ছিল| চীনের ক্ষুদ্র উপদলীয় রাজ্য কৌতাল, ইয়ারখন্ড, কাসন্ত প্রভৃতি অন্তর্ভুক্ত করেছিলেন| গান্ধার, পেশোয়া, অযোধ্যা, পাটলিপুত্র, মথুরা প্রভৃতি তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত ছিল|
..........................................