637 খ্রিস্টাব্দে গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর থেকে 750 খ্রিস্টাব্দে প্রায় 100 বছর পাল বংশের প্রতিষ্ঠা শাসক গোপাল সিংহাসনে আরোহনের পর্যন্ত ইতিহাসে "মাৎস্যন্যায়" বলা হতো| কেননা এই সময় বাংলায় সর্বত্র বিরাজ করত অরাজকতা ও বিশৃঙ্খলা|
অরাজকতা ও বিশৃঙ্খলা |
এই সময় কোন শক্তিশালী রাজা কিংবা কোন ন্যায় বিরাজ বলে কিছু ছিল না| সর্বত্র বলতে চলতো দুর্বলের উপর সবলের অত্যাচার, অর্থাৎ সমুদ্র বা জলে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি সাধারণ লোকদের উপর শক্তিশালী লোকদের নিপীড়ন অত্যাচার শুরু হয়েছিল| তাই বাংলা তথা অরাজকতা সময় কালকে "মাৎস্যন্যায় যুগ" বলে চিহ্নিত করা হয়েছে|
750 খ্রিস্টাব্দে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সিংহাসনে আরোহন করে দেশে শান্তি-শৃঙ্খলা স্থাপন করে বাংলা দেশকে মাৎস্যন্যায় অরাজকতা হাত থেকে মুক্তি দেয়|
বৌদ্ধ পন্ডিত তারানাথ বাংলার অবস্থান সম্পর্কে বলেছেন- "তখন বাংলায় স্বাধীন রাজা ছিল না| ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র- তারা নিজ নিজ স্বাধীনভাবে রাজত্ব করত| এই কথা ঠিক যে, সমগ্র দেশের শাসক ছিল, কিন্তু নামেমাত্র ছাড়া আর কিছুই নয়|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
সম্পর্কিত বিষয়
- ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................