"Middle path" বা "মধ্যপন্থা" হল গৌতম বুদ্ধের এক উপলব্ধি বোধ| গৌতম বুদ্ধ উপলব্ধি করেছিলেন যে, ভৈব কিংবা চূড়ান্ত কৃচ্ছ্র সাধনা- কোনটিও পরম সত্য অনুধাবনের ক্ষেত্রে উপযুক্ত নয়| এই জন্য তিনি মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দেন|
অষ্টাঙ্গিক মার্গকে অনুশীলনের মাধ্যমে মধ্যপন্থা অনুসরণ করা যায় না| তিনি সামাজিক বিবাদ ও দুঃখ-কষ্টের হাত থেকে মুক্তির পথ নির্দেশ করেছেন|
অষ্টাঙ্গিক মার্গের প্রতিটি মার্গের সঙ্গে সৎ কথাটি যুক্ত করে প্রতিটি মানুষকে সঠিক জীবন-যাপনের নির্দেশ দেন| গৃহে বসবাস করে সংসার ধর্ম পালনের সাথে সৎ পথে থেকে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের পথকে মধ্যপন্থা বলা হয়েছে|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century"
সম্পর্কিত বিষয়
- বৌদ্ধ ধর্মের নির্বাণ (আরো পড়ুন)
- জৈন ধর্মের বৈশিষ্ট্য (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................