টোকেন মুদ্রা প্রবর্তনের মুহাম্মদ বিন তুঘলক এর পরিণতি

1329-30 খ্রিস্টাব্দে মহম্মদ বিন তুঘলক তার বাজার অর্থনীতিতে রৌপ্য মুদ্রার পরিবর্তে এক প্রতীকী মুদ্রা বা তামার নোট চালু করেন| ঐতিহাসিক ফিরিস্তা জানিয়েছেন, "যেহেতু সুলতানি রাজকোষ শূন্য হয়ে পড়েছিল, সেহেতু রাজ্য জয়ের জন্য কিছু অর্থের প্রয়োজন ছিল, এই জন্যই তিনি তাম্র মুদ্রা চালু করেন"|

যুদ্ধ-বিগ্রহ, দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি, রাজধানী স্থানান্তরিত হলে সুলতান চরম আর্থিক সংকটে পড়েন|এই সময় তিনি একটি মারাত্মক ভুল পরিকল্পনা গ্রহণ করেন, সেটি হলো চীন দেশের অনুকরণে তাম্র মুদ্রা প্রচলন|


টোকেন-মুদ্রা
স্বর্ণ ও তাম্র  মুদ্রা


আধুনিককালে ঐতিহাসিকরা মনে করেন, চতুর্দশ শতাব্দীতে যেহেতু রৌপ্য মুদ্রার জোগান কম ছিল, সেহেতু তিনি তাম্র মুদ্রা ব্যবহার করেছিলেন| কিন্তু সরকার এই মুদ্রা ব্যবস্থার প্রতি সতর্ক দৃষ্টি না রাখার ফলে এই মুদ্রা ক্রমাগত জাল হতে থাকে এবং ধীরে ধীরে সমস্ত বাজার জাল নোটে ভরে যায় ও ব্যবসা-বাণিজ্যে অবনতি ঘটতে থাকে| সুলতান বাধ্য হয় স্বর্ণ মুদ্রা বিনিময় সমস্ত তামার মুদ্রা বাজার থেকে তুলে নিলেন, ফলে রাজকোষ শূন্য হয়ে পড়ে এবং সুলতান নিজের পতন ডেকে নিয়ে আসেন|

তবে এক্ষেত্রে আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে, সুলতান যে পরিকল্পনা গ্রহণ গ্রহণ করেছিলেন সেটি ঠিক ছিল এবং তার মুদ্রা প্রচলন সুলতানের দক্ষ জ্ঞানের পরিচয় বহন করে|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ী, "মধ্যকালীন ভারত"
  2. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  3.  V D Mahajan, "History of Medieval India"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐