পঞ্চদশ শতকের শেষার্ধ ও ষোড়শ শতকের প্রথমার্ধে হলো ইউরোপের রাজনৈতিক ধর্মীয় ও সংস্কৃতির যুগ সন্ধিক্ষণ| এই যুগ সন্ধিক্ষণে ইউরোপে সাহিত্যিকরা একই সঙ্গে ল্যাটিন ও মাতৃভাষার চর্চা করেন|
রেনেসাঁসের পর্বে ধ্রুপদী গ্রিক ও ল্যাটিন লেখকদের রচনা গভীর ভাবে অধ্যয়ন করা হয়| ধ্রুপদী সাহিত্যের নন্দনতত্ত্ব, আঙ্গিক, শৈলী, অনুভূতি ও সৌন্দর্যবোধ রেনেসাঁ সাহিত্যকে প্রভাবিত করেছিল| আধুনিক ইউরোপীয় সাহিত্যের জন্ম হয়েছিল এই পর্বে|
রেনেসাঁস যুগের সাহিত্যি রচনা, কবিতা, নাটক ও গদ্য সাহিত্য, এর সঙ্গে ছিল রোমান মহাকাব্য ও চারণ কবিদের গাঁথা| দান্তে(1265-1321) ছিলেন আধুনিক ইতালীয় ভাষা ও সাহিত্যের স্রষ্টা| তিনি ইতালীয় ভাষায় লিখেছিলেন "লা ভিতা নুওভা", "ইল কনভিভিও", "লা দিভিনা কমেডিয়া" প্রভৃতি|
চতুর্দশ শতকের ইতালীয় কবি ছিলেন পেত্রার্ক| পেত্রার্কের সনেট ও প্রেমের কবিতা "লে রাইম" ও "ট্রাম্পাস" বিশ্বসাহিত্যে স্মরণীয় হয়ে আছে| রেনেসাঁস যুগের ইতালির শ্রেষ্ঠ লেখক হলেন মেকিয়াভেলি ও গুইসিয়ারডিনি(Guicciardini)| ম্যাকিয়াভেলির "দ্য প্রিন্স", "ডিসকোর্স" প্রভৃতি গ্রন্থগুলি ছিল রাজনৈতিক দর্শনের বাইবেল স্বরূপ| গুইসিয়ারডিনি লিখেছেন "The History of Italy"|
স্পেনীয় সাহিত্যের উপর পেত্রার্ক ও ধ্রুপদী সাহিত্যের প্রভাব লক্ষ্য করা যায়| স্পেনের শ্রেষ্ঠ গদ্য সাহিত্য হল "Amadis de gaula"| ফরাসি সাহিত্যের উপরেও মানবতাবাদি ইতালীয় সাহিত্যের প্রভাব পড়েছিল| সাহিত্যের বিষয় ছিল- মহাকাব্য, গীতিকবিতা, গদ্য ও পদ্যে লেখা প্রহসন এবং গদ্য ও পদ্যে রচিত রোমান্স| এই সময়কার শ্রেষ্ঠ ফরাসি সাহিত্যিক ছিলেন জঁলমেয়ার দ্য বেলাজ, কমিশন ও গ্লিনগোর|
রেনেসাঁ যুগে জার্মান সাহিত্যেও নতুনত্ব দেখা দিয়েছিল| কবিরা এখানে চারণ কবিদের স্থান দখল করেছিলেন| জার্মান নাটকে আঙ্গিক ও বিষয়বস্তুর বৈচিত্র ছিল| জার্মান নাট্যকারদের মধ্যে বিখ্যাত ছিলেন- হান্স বোজেনপ্লুট, ব্রান্ট ও রিউচালিন|
ইংল্যান্ডের সাহিত্যের উপর মানবতাবাদীদের প্রভাব ছিল খুব বেশি| বেন জনসন, শেক্সপিয়ারের নাটকগুলো ছিল বিরাট ক্যানভাসে আঁকা গতিশীল জীবনের ছবি| যেখানে এসেছে বীরত্ব আর উদারতা, ষড়যন্ত্র, বিশ্বাস, বিশ্বাস ভঙ্গের কথা আর তাদের পাশাপাশি স্বার্থপরতা, মহত্ব ও আত্মত্যাগ ও আত্ম বলিদানের কথা|
চতুর্দশ শতকের ইতালীয় কবি ছিলেন পেত্রার্ক| পেত্রার্কের সনেট ও প্রেমের কবিতা "লে রাইম" ও "ট্রাম্পাস" বিশ্বসাহিত্যে স্মরণীয় হয়ে আছে| রেনেসাঁস যুগের ইতালির শ্রেষ্ঠ লেখক হলেন মেকিয়াভেলি ও গুইসিয়ারডিনি(Guicciardini)| ম্যাকিয়াভেলির "দ্য প্রিন্স", "ডিসকোর্স" প্রভৃতি গ্রন্থগুলি ছিল রাজনৈতিক দর্শনের বাইবেল স্বরূপ| গুইসিয়ারডিনি লিখেছেন "The History of Italy"|
স্পেনীয় সাহিত্যের উপর পেত্রার্ক ও ধ্রুপদী সাহিত্যের প্রভাব লক্ষ্য করা যায়| স্পেনের শ্রেষ্ঠ গদ্য সাহিত্য হল "Amadis de gaula"| ফরাসি সাহিত্যের উপরেও মানবতাবাদি ইতালীয় সাহিত্যের প্রভাব পড়েছিল| সাহিত্যের বিষয় ছিল- মহাকাব্য, গীতিকবিতা, গদ্য ও পদ্যে লেখা প্রহসন এবং গদ্য ও পদ্যে রচিত রোমান্স| এই সময়কার শ্রেষ্ঠ ফরাসি সাহিত্যিক ছিলেন জঁলমেয়ার দ্য বেলাজ, কমিশন ও গ্লিনগোর|
রেনেসাঁ যুগে জার্মান সাহিত্যেও নতুনত্ব দেখা দিয়েছিল| কবিরা এখানে চারণ কবিদের স্থান দখল করেছিলেন| জার্মান নাটকে আঙ্গিক ও বিষয়বস্তুর বৈচিত্র ছিল| জার্মান নাট্যকারদের মধ্যে বিখ্যাত ছিলেন- হান্স বোজেনপ্লুট, ব্রান্ট ও রিউচালিন|
ইংল্যান্ডের সাহিত্যের উপর মানবতাবাদীদের প্রভাব ছিল খুব বেশি| বেন জনসন, শেক্সপিয়ারের নাটকগুলো ছিল বিরাট ক্যানভাসে আঁকা গতিশীল জীবনের ছবি| যেখানে এসেছে বীরত্ব আর উদারতা, ষড়যন্ত্র, বিশ্বাস, বিশ্বাস ভঙ্গের কথা আর তাদের পাশাপাশি স্বার্থপরতা, মহত্ব ও আত্মত্যাগ ও আত্ম বলিদানের কথা|
রেনেসাঁ যুগের সঙ্গীত
রেনেসাঁ যুগে সঙ্গীতের ক্ষেত্রেও এক সুদূরপ্রসারি ও অর্থবহ পরিবর্তন ঘটেছিল| শিল্পের অন্যান্য ক্ষেত্রের ন্যায় সঙ্গীতের সঙ্গে ক্লাসিক্যাল মডেলের সম্পর্ক ছিল না| রেনেসাঁর সঙ্গীতের ভিত্তি ছিল মধ্যযুগীয় সঙ্গীত| মানবতাবাদীরা রেনেসাঁ যুগে সঙ্গীতকে নানাভাবে প্রভাবিত করেছিল| তারা সঙ্গীতকে চার্চের প্রভাব মুক্ত করে সাধারণের মধ্যে ছড়িয়ে দেন|
এযুগের সঙ্গীত নিয়মের বন্ধনে বাঁধা ছিল না| সঙ্গীতের সঙ্গে অনেক বাদ্যযন্ত্র ছিল এবং কণ্ঠ সঙ্গীতের ওপর জোর দেওয়া হয়েছিল|
চার্চ ছিল রেনেসাঁ সঙ্গীতের এক বড় পৃষ্ঠপোষক| সঙ্গীত অভিজাত, রাজসভা ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিল| এই সময় ধর্মনিরপেক্ষ সঙ্গীতের অভাব ছিল না| ব্যঙ্গ-বিদ্রূপ সঙ্গীতের স্থান পেয়েছিল| স্পেন, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালিতে জাতীয় সঙ্গীতের বিকাশ ঘটেছিল এবং সমবেত সঙ্গীতের প্রচলন হয়েছিল|
মোটামুটি ভাবে রেনেসাঁস সঙ্গীতকে তিন ভাগে ভাগ করা হয়েছিল-
- ভক্তিগীতি ও সমবেত সঙ্গীত
- ধর্মনিরপেক্ষ সঙ্গীত
- নৃত্য ও জনপ্রিয় সঙ্গীত
ফ্রান্সের দাসপ্রেস ও বর্গান্ডির দুসে ছিলেন এই যুগের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ| দাসপ্রেস বিখ্যাত সঙ্গীত "আভে মারিয়া" রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন| দুসে রচনা করেছিলেন বিবাহ সঙ্গীত, চার্চ সঙ্গীত ও রাজসভার সঙ্গীত| উত্তর ও দক্ষিণের সঙ্গীত শৈলির মধ্যে তিনি সেতুবন্ধন করেন|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
- ইতালীয় রেনেসাঁর চিত্রকলা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.....................................