প্রাচীন ভারতের ইতিহাসে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান| এই নালন্দা বিশ্ববিদ্যালয় সৃষ্টির ফলস্বরূপ গুপ্ত সাম্রাজ্যের শিক্ষার অন্যতম পর্যায়ে পৌঁছেছিল| গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের তত্ত্বাবধানে এই নালন্দা সংস্কৃতির প্রাণকেন্দ্র পরিণত হয়েছিল|
এই বিশ্ববিদ্যালয়ে বিদেশের বহু ছাত্র-ছাত্রী পড়াশোনার সুযোগ পেয়েছিল| এখানে বাঙালি পন্ডিত শীলভদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যাপারে সর্বদা উৎসাহিত করতেন| এই বিশ্ববিদ্যালয় প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকার সঙ্গে জড়িত ছিলেন| তারা স্মৃতিশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, গণিত প্রভৃতি বিষয়ে পারদর্শী ছিলেন এবং উক্ত বিষয়ে শিক্ষাদান করতেন|
এই বিশ্ববিদ্যালয় একশোটিও বেশি ঘর ছিল, এখানে প্রায় 10 হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করতেন| তাই আমরা বলতে পারি যে, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের অন্যতম শিক্ষা কেন্দ্র|
এই বিশ্ববিদ্যালয়ে বিদেশের বহু ছাত্র-ছাত্রী পড়াশোনার সুযোগ পেয়েছিল| এখানে বাঙালি পন্ডিত শীলভদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যাপারে সর্বদা উৎসাহিত করতেন| এই বিশ্ববিদ্যালয় প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকার সঙ্গে জড়িত ছিলেন| তারা স্মৃতিশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, গণিত প্রভৃতি বিষয়ে পারদর্শী ছিলেন এবং উক্ত বিষয়ে শিক্ষাদান করতেন|
এই বিশ্ববিদ্যালয় একশোটিও বেশি ঘর ছিল, এখানে প্রায় 10 হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করতেন| তাই আমরা বলতে পারি যে, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের অন্যতম শিক্ষা কেন্দ্র|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
সম্পর্কিত বিষয়
- ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................