আত্মার মুক্তিকে গৌতম বুদ্ধ "নির্মাণ" বলে অভিহিত করেছেন| নির্মাণ হল সুখ-দুঃখ ও কামনা-বাসনার ঊর্ধ্বে এমন এক অবস্থা, যেখানে পৌঁছালে পাওয়া যায় অপার শান্তি ও অখন্ড সুখ|
নির্মাণ লাভ করলে আর জন্ম হয় না| কাজেই কর্মফল জনিত পুনর্জন্ম রোধ করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভের একমাত্র পথ হল নির্মাণ লাভ|
নির্মাণ লাভের জন্য গৌতম বুদ্ধ মানুষকে চারটি সত্য উপলব্ধির কথা বলেছেন, যথা-
গৌতম বুদ্ধ |
নির্মাণ লাভের জন্য গৌতম বুদ্ধ মানুষকে চারটি সত্য উপলব্ধির কথা বলেছেন, যথা-
- জীবন দুঃখময়
- কামনা-বাসনা, আসক্তি প্রভৃতি এই দুঃখের কারণ
- আশঙ্কার নির্মাণ হলে মুক্তি সম্ভব এবং
- এর জন্য নির্দিষ্ট অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করার প্রয়োজন|
সুতরাং পরিশেষে বলা যেতে পারে যে, নির্মাণ হল সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্তি এবং সব কিছুরই সমাপ্তি এখানে| কাজেই মানুষের জীবনে জন্মের পুরস্কার হল নির্মাণ লাভ|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century"
সম্পর্কিত বিষয়
- মধ্যপন্থা (আরো পড়ুন)
- জৈন ধর্মের বৈশিষ্ট্য (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................