বাংলা দেশে দীর্ঘ সুলতানি শাসনের মাঝে একজন মাত্র হিন্দু রাজার আবির্ভাব হয়েছিল, তিনি হলেন রাজা গণেশ| "রিয়াজ-উস-সালাতিন" গ্রন্থের বলা হয়েছে, গণেশ ভাতুরিয়ার জমিদার ছিলেন|
বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময় থেকে বাংলা দরবারে গণেশ প্রচুর ক্ষমতা ভোগ করেন| শেষ পর্যন্ত সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করে স্বয়ং বাংলার সিংহাসনে বসেন| একজন হিন্দু কর্তৃত্ব বাংলার সিংহাসন দখল করলে মুসলিম অভিজাত গণ বিক্ষিপ্ত হয়ে উঠেন| এই অবস্থায় গণেশকে সিংহাসন চ্যুত করার জন্য দরবেশদের নেতা শেখ নূর কুতুব আলম জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কীরকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান|
ইব্রাহিম বাংলা আক্রমণ করলে গণেশ সিংহাসন ত্যাগ করতে বাধ্য হয়| অধ্যাপক ফিরিস্তা ভাষায়, রাজা গণেশ মুসলমান না হলেও মুসলমানদের সঙ্গে এত বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্ক রেখেছিলেন যে, তার মৃত্যুর পর বহু মুসলমান তাকে মুসলিম প্রথার কবরস্থ করার দাবি জানান|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ী, "মধ্যকালীন ভারত"
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
- V D Mahajan, "History of Medieval India"
সম্পর্কিত বিষয়
- মুঘল আমলে বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা (আরো পড়ুন)
- 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল রাজ দরবারে বিভিন্ন দলগুলির উন্নতি এবং তাদের রাজনীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................