কর্দমক বংশের তথা পশ্চিম ভারতে শক-ক্ষত্রপদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও শ্রেষ্ঠ শাসক ছিলেন প্রথম রুদ্রদামন| তিনি 130 খ্রিস্টাব্দ পর্যন্ত তার পিতামহ সঙ্গে যুগ্মভাবে শাসন করেছিলেন|
রুদ্রদামনের কার্যাবলী বোঝার অন্যতম প্রধান উপাদান হলো "জুনাগড়" শিলালিপি| যদিও মহাক্ষত্রপকালীন সময়ে তার নামাঙ্কিত কিছু মুদ্রা পাওয়া গেছে| এই জুনাগড় শিলালিপি থেকে জানা যায়, সমস্ত শ্রেণীর মানুষ তাকে রক্ষাকর্তা হিসাবে বিবেচিত করেছিল এবং তিনি নিজেই "মহাক্ষত্রপ" অভিধা গ্রহণ করেছিলেন|
বিজেতা হিসেবে রুদ্রদামনের কর্মকাণ্ডের বিস্তৃত বিবরণ আছে গুরুত্বপূর্ণ কয়েকটি ঐতিহাসিক লেখতে| এতে যে সমস্ত অঞ্চলগুলি তার অধিকার যুক্ত ছিল সেগুলি হলো- আর্নট, স্বরাষ্ট, মরু, কচ্ছ, উপরান্ত, নিষাদ, ছবির, সিন্ধু, অনুরপ-নিরবিত ও পূর্বপুরি আকয়াবন্তি|
রুদ্রদামন রাজ্য বিজেতা হিসেবে যেমন খ্যাতি ছিল, তেমনি সুদক্ষ জনকল্যাণকামী শাসক হিসেবে তিনি যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছিলেন| শাসনকার্যে তাকে সাহায্য করার জন্য সুদক্ষ কর্মচারীরা থাকতেন| তার জনহিতকর ও বাস্তব বুদ্ধি সম্পন্ন কাজের অন্যতম প্রকৃষ্ট উদাহরণ হল, গুজরাটের কাথিয়াবাড় অঞ্চলে সুদর্শন হ্রদ নির্মাণ|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
সম্পর্কিত বিষয়
- ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................