মৃত্তিকা অথবা ইট পুঞ্জিভূত হয়ে অতি স্বাভাবিক রূপে যে স্তূপ আকৃতি রূপ পরিগ্রহ করে, তাকে "স্তূপ"(stupa) বলা হয়| সাধারণভাবে স্তূপ বলতে বুঝায় ঢিপি|
স্তূপ |
সাঁচী স্তূপ এর ভাস্কর্য |
বৈশিষ্ট্য
স্তূপ স্থাপত্যের মৌলিক বৈশিষ্ট্যগুলি হল, চতুস্কন বেদিকার উপরে স্তূপ প্রতিষ্ঠিত হয়| এর উপর থাকে মেদি, মেদির উপর স্থাপিত অর্ধগোলাকার অংশটিকে বলা হয় অন্ড| অন্ডের উপরে থাকে ধর্মিকা, ধর্মিকা থেকে উত্থাপিত হয় ছত্রাবলি|
সাঁচী একমাত্র স্তূপ সর্বাপেক্ষা সংক্ষিত ও উচ্চ নির্মাণ কৌশলের সব বৈশিষ্ট্য বিদ্যমান| এই সাঁচী স্তূপে অশোকের স্তূপটি ইট দ্বারা নির্মিত| ইটগুলো গাঁথা হয়েছিল এটেল মাটি দিয়ে| সাঁচী স্তূপটির ইটের আকার এবং মাল-মশলা অশোক কালীন অন্যান্য সৌধে ইটের ন্যায়| সাঁচী স্তূপটির শীর্ষ বিন্দুতে রয়েছে একটি ছত্র| তবে সাঁচীর দুই এবং তিন নম্বর স্তম্ভটির ততোটা সংরক্ষিত নয়|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায়, "প্রাচীন ভারতের ইতিহাস"
- Ashok. K Banker, "Ashoka: Lion of Maurya".
সম্পর্কিত বিষয়
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................