মেইজি পূর্বে কাগজ ও ধাতব মুদ্রা প্রচলিত থাকলেও মুদ্রা ব্যবস্থায় ডাইমিয়োগণ দুর্নীতি করতো| মেইজি যুগে এই দুর্নীতি বন্ধ করার জন্য মুদ্রা ব্যবস্থায় পরিবর্তন করা হয়| মুদ্রা নীতি সংক্রান্ত বিষয় জানার জন্য জাপান থেকে আমেরিকাতে একটি কমিশন পাঠানো হয়| এই কমিশনের সুপারিশে জাপানে দশমিক পদ্ধতি ও কাগজের মুদ্রা প্রচলন করা হয়েছিল|
1898 সালের পূর্বে জাপানের মুদ্রা নীতিতে রৌপ্য ধাতুর গুরুত্ব ছিল বেশি| 1895 সালের সিমোনো সিকির সন্ধি অনুযায়ী জাপানকে স্বর্ণ ধাতুতে ক্ষতিপূরণ দিয়েছিল| 1896 সালে স্বর্ণ ধাতু ভিত্তিক মুদ্রা নীতি জাপানে চালু করা হয়| 15-16 পাউন্ড রুপার পরিবর্তে 44 পাউন্ড স্বর্ণ জাপানে পাওয়া যেত| ফলে ইউরোপীয় বণিকরা জাপানে স্বর্ণ ক্রয়ের জন্য আকৃষ্ট হয়েছিল| যদিও কাগজের মুদ্রা ও দশমিক পদ্ধতির দ্বারা জাপানের জাতীয় মুদ্রা ব্যবস্থা গড়ে উঠেছিল|
.......................................
তথ্যসূত্র
- ড. হরপ্রসাদ চট্টোপাধ্যায়, "জাপানের ইতিহাস"
- R. H. P. Mason, "A History of Japan".
- Kenneth Henshall, "A History of Japan: From Stone Age to Superpower".
সম্পর্কিত বিষয়
- মেইজি যুগে জাপানে প্রবর্তিত নতুন ভূমি ব্যবস্থা (আরো পড়ুন)
- মেইজি পুনর্গঠন এর প্রকৃতি কিরূপ ছিল (আরও পড়ুন)
- জাপানের ইতিহাসে ডাইমিয়ো এবং সামুরাই বলতে কি বুঝায় (আরও পড়ুন)
- মেইজি যুগের মুদ্রা ব্যবস্থার অতি সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|