নানকিং চুক্তি(1842) স্বাক্ষরের এক বছর পর 1843 খ্রিস্টাব্দে ব্রিটিশ শক্তি চীনকে আর একটি চুক্তি স্বাক্ষরে বাধ্য করে, যা "বগ এর সন্ধি" বা "বোগের সন্ধি" নামে পরিচিত|
এই সন্ধিতে ব্রিটিশ সরকার চীনের কাছ থেকে শুল্ক সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি ব্রিটিশ নাগরিকরা চীনের "অতিরাষ্ট্রিক অধিকার" অর্থাৎ ব্রিটিশ কনসালরা চীনে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের বিচার করার অধিকার লাভ করে|
সর্বোপরি বগ এর সন্ধিতে চীন ব্রিটেনকে সর্বাপেক্ষা অনুগৃহীত দেশের মর্যাদা(Most favoured nation) প্রদান করে| এতে বলা হয়, চীন অন্য যেকোন পাশ্চাত্য দেশকে যেসব সুযোগ-সুবিধা দেবে ব্রিটেন সেসব সুযোগ-সুবিধা চুক্তি না করেও পাবে| বলাবাহুল্য এই শর্তটি চীনের সার্বভৌমত্বের পক্ষে যথেষ্ট অপমানকর ছিল|
চীন অন্য যেকোন পাশ্চাত্য দেশকে যেসব সুযোগ-সুবিধা দেবে ব্রিটেনকেও চীন সেসব সুযোগ-সুবিধা দিতে বাধ্য থাকবে|
চীনের মানচিত্র |
সর্বোপরি বগ এর সন্ধিতে চীন ব্রিটেনকে সর্বাপেক্ষা অনুগৃহীত দেশের মর্যাদা(Most favoured nation) প্রদান করে| এতে বলা হয়, চীন অন্য যেকোন পাশ্চাত্য দেশকে যেসব সুযোগ-সুবিধা দেবে ব্রিটেন সেসব সুযোগ-সুবিধা চুক্তি না করেও পাবে| বলাবাহুল্য এই শর্তটি চীনের সার্বভৌমত্বের পক্ষে যথেষ্ট অপমানকর ছিল|
চীন অন্য যেকোন পাশ্চাত্য দেশকে যেসব সুযোগ-সুবিধা দেবে ব্রিটেনকেও চীন সেসব সুযোগ-সুবিধা দিতে বাধ্য থাকবে|
তথ্যসূত্র
- অমিত ভট্টাচার্য, "চীনের রূপান্তরের ইতিহাস 1840-1969"
- Jonathan Fenby, "The Penguin History of Modern China".
সম্পর্কিত বিষয়
- তাওবাদ কি (আরও পড়ুন)
- নানকিং চুক্তি কি (আরো পড়ুন)
- চীনের ইতিহাসে মুৎসুদ্দি শ্রেণীর সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................