1792 সালে 21 শে সেপ্টেম্বর ফ্রান্সে আইনসভার স্তরে জাতীয় মহাসভার বা National convention- এর অধিবেশন শুরু হয়| এটি ছিল ফ্রান্সের তৃতীয় বিপ্লব প্রতিনিধি সভা| জাতীয় মহাসভা প্রধানত দুটি দল ছিল, যথাক্রমে- জ্যাকোবিন ও জিরন্ডিস্ট|
প্রধানত মধ্যবিত্ত শ্রেণীর লোকদের নিয়ে জ্যাকোবিন দল গঠিত ছিল| এদের অধিকাংশই ছিল অল্প শিক্ষিত, নির্মম, অসৎ ও দুর্নীতিগ্রস্ত| তবুও এরা ছিল বাস্তববাদী ও সচেতন রাজনীতিবিদ| শত্রুর প্রতি এরা ছিল অন্তত নির্মম, কিন্তু সেইসঙ্গে আত্মবিসর্জনেও এরা কুণ্ঠিত হতো না|
জ্যাকোবিনের মতে, জনগণই হলো রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস এবং সরকার জনগণের আজ্ঞাবাহক মাত্র| জনগণের কর্তব্য হলো, সরকারের কাজ-কর্মের উপর কড়া নজর রাখা এবং সরকারকে সঠিক পথে পরিচালনা করা| সরকারের বক্তব্য হলো, বিনা প্রতিবাদে জনগণের আদেশ পালন করা|
জ্যাকোবিনগণ বিপ্লবকে একটি সীমার মধ্যে ধরে রাখার পক্ষপাতী ছিল| এরা রুশোর রাজনৈতিক ও সামাজিক আদর্শে বিশ্বাসী ছিল| এরা সভাগৃহে উঁচু আসনে বসতে বলে এদের মাউন্টেন নামেও ডাকা হতো| এই দলের প্রধান নেতৃবৃন্দ ছিলেন রোবসপিয়ার, মারাট ও দাতাঁন প্রমুখ| জ্যাকোবিনগণ নিরঙ্কুশ গণতন্ত্রের পক্ষপাতী ছিল এবং এই কারণে প্যারিসের জনতা ও প্যারিস কমিউন জ্যাকোবিনদের সমর্থন করত| জাতীয় মহাসভায় জিরন্ডিস্টদের প্রাধান্য নাশ করাও জ্যাকোবিনের লক্ষ্য ছিল|
প্রধানত মধ্যবিত্ত শ্রেণীর লোকদের নিয়ে জ্যাকোবিন দল গঠিত ছিল| এদের অধিকাংশই ছিল অল্প শিক্ষিত, নির্মম, অসৎ ও দুর্নীতিগ্রস্ত| তবুও এরা ছিল বাস্তববাদী ও সচেতন রাজনীতিবিদ| শত্রুর প্রতি এরা ছিল অন্তত নির্মম, কিন্তু সেইসঙ্গে আত্মবিসর্জনেও এরা কুণ্ঠিত হতো না|
জ্যাকোবিনের মতে, জনগণই হলো রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস এবং সরকার জনগণের আজ্ঞাবাহক মাত্র| জনগণের কর্তব্য হলো, সরকারের কাজ-কর্মের উপর কড়া নজর রাখা এবং সরকারকে সঠিক পথে পরিচালনা করা| সরকারের বক্তব্য হলো, বিনা প্রতিবাদে জনগণের আদেশ পালন করা|
জ্যাকোবিনগণ বিপ্লবকে একটি সীমার মধ্যে ধরে রাখার পক্ষপাতী ছিল| এরা রুশোর রাজনৈতিক ও সামাজিক আদর্শে বিশ্বাসী ছিল| এরা সভাগৃহে উঁচু আসনে বসতে বলে এদের মাউন্টেন নামেও ডাকা হতো| এই দলের প্রধান নেতৃবৃন্দ ছিলেন রোবসপিয়ার, মারাট ও দাতাঁন প্রমুখ| জ্যাকোবিনগণ নিরঙ্কুশ গণতন্ত্রের পক্ষপাতী ছিল এবং এই কারণে প্যারিসের জনতা ও প্যারিস কমিউন জ্যাকোবিনদের সমর্থন করত| জাতীয় মহাসভায় জিরন্ডিস্টদের প্রাধান্য নাশ করাও জ্যাকোবিনের লক্ষ্য ছিল|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Georges Lefebvre, "The French Revolution".
- Hilaire Belloc, "The French Revolution".
সম্পর্কিত বিষয়
- ফরাসি বিপ্লবের কারণ (আরো পড়ুন)
- ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব (আরো পড়ুন)
- নেপোলিয়ন কে কেন ফরাসি বিপ্লবের শিশু বলা হয় (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................