চেকোস্লোভাকিয়া জার্মান ভাষাভাষী অধ্যুষিত সুদেতান অঞ্চল জার্মানির অন্তর্ভুক্ত করার জন্য হিটলার চেক সীমান্তে সৈন্য সমাবেশ করলে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়|
এই অবস্থায় যুদ্ধ বন্ধ করার জন্য 1938 সালে 29শে সেপ্টেম্বর মুসোলিনির মিউনিখে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দলাদিয়ের(Édouard Daladier), হিটলার ও মুসোলিনির মধ্যে এক চুক্তি সম্পাদিত হয়, যা "মিউনিখ চুক্তি" নামে পরিচিত|
এই চুক্তি অনুসারে সুদেতান অঞ্চল জার্মানিকে হস্তান্তর করার সিদ্ধান্ত হয় এবং হিটলার চেকোস্লোভাকিয়া বাকি অংশে সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দেন|
.......................................
তথ্যসূত্র
- Frank McDonough, "Conflict, Communism and Fascism".
- Ghosh Peu, "International Relations".
সম্পর্কিত বিষয়
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় উপনিবেশবাদের পতন তথা এর গুরুত্ব (আরো পড়ুন)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির বিভাজন তথা বিশ্ব রাজনীতিতে তার প্রভাব (আরো পড়ুন)
- ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|