1793 সালে 21 শে জানুয়ারি ফরাসি সম্রাট ষোড়শ লুই এর প্রাণদণ্ডের ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র ব্যাপারে এক ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়| ইউরোপের বিভিন্ন দেশের স্বৈরাচারের রাজন্যবর্গ আতঙ্কিত হয়ে ওঠেন এবং তারা বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে একটি শক্তিজোট গঠন করেন|
1793 সালে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল, সার্ডিনিয়া ও নেপলস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠন করে এবং দ্রুত ফ্রান্স অভিমুখে অগ্রসর হয়| ইউরোপের বিভিন্ন রণাঙ্গনে ফরাসি বাহিনী পরাজিত হতে থাকে| এরফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্র ও জাতীয় নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়|
ফ্রান্সের অভ্যন্তরেও তখন চলছিল চরম অরাজকতা ও প্রতিবিপ্লবী আন্দোলন| চরম খাদ্যাভাব, নিত্য-প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি ও অভাব এবং খাদ্যের সন্ধানে প্যারিসের বহিরাগতদের ভিড় জটিল পরিস্থিতির সৃষ্টি করে| জনসাধারণের এক বৃহদাংশ তখন প্রকাশ্যে সরকারের বিরোধিতা করতে থাকে| জনগণ কর প্রদানে ও সেনাদল যোগদানে অসম্মত হয়| ফ্রান্স তখন মজুমদার, কালোবাজারি ও ফাটকাবাজারদের স্বর্গরাজ্যে পরিণত হয়| রাজতন্ত্রের সমর্থকরা বিভিন্ন স্থানে বিপ্লবী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে| ফ্রান্সের 83 টি প্রদেশের মধ্যে 60 টিতে রাজতন্ত্রের সমর্থকেরা বিদ্রোহ করে|
জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে বিপ্লবী নেতৃবৃন্দ উপলব্ধি করেন যে, শিশু প্রজাতন্ত্রকে রক্ষা করতে হলে একমাত্র নির্মম শাস্তি দিয়ে জনগণকে বিপ্লবী সরকারের প্রতি অনুগত রেখে তবেই বিদেশি শত্রুর মোকাবেলা করা সম্ভব হবে| এরপর ফ্রান্সের যে রাজত্ব শুরু হয় তা "সন্ত্রাসের শাসন" বা "Region of Terror" নামে পরিচিত| এর রূপকার ছিলেন রোবসপিয়ের, ডান্টন, হিবাট প্রমূখ| মোটামুটিভাবে এর স্থায়িত্বকাল ছিল 5ই সেপ্টেম্বর 1793 থেকে 27শে জুলাই 1794 সাল পর্যন্ত|
ফরাসি বিপ্লবের ইতিহাসে 13 মাসের এই সন্ত্রাসের শাসনকাল ছিলো এক রক্তাক্ত অধ্যায়| বিপ্লবী নেতৃবর্গ এই সময় রক্ত পিপাসায় মেতে উঠেন| বিপ্লবের নামে প্রায় 50 হাজার নর-নারীকে গিলোটিনে হত্যা করে করা হয়| এই কালপর্বে যারা প্রাণ দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রানী আঁতোয়ানেৎ, মাদাম রঁলা, ব্রিসো, ভার্নিয়ে, ডিউক অব অর্লিয়েন্স(ষোড়শ লুই এর ভ্রাতা) প্রমুখ| সন্দেহের আইন সীমানার আরও সম্প্রসারিত করা হয়| মূলত অক্টোবর-ডিসেম্বর মাসের মধ্যে প্রায় চার লক্ষ মানুষকে কারারুদ্ধ করা হয় এবং অর্ধেকের বেশি মানুষের কপালে জুটে গিলোটিন|
তবে একথা অনস্বীকার্য যে, বিদেশি আক্রমণ ও অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্রের এক প্রবল সংকটময়কাল| এই সন্ত্রাসের শাসনই অরাজকতা ও বিদ্রোহের অবসান ঘটিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং বিদেশি আক্রমণকারীদের পর্যদস্ত করে|
1794 সালে ফ্রান্সের যে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছিল, তা সন্ত্রাস রাজত্বের সাফল্যের পরিচয় দান করে| এই পর্বে বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল| যেমন- সর্বজনীন প্রাথমিক শিক্ষা, কৃষকদের মধ্যে জমি বন্টন, দাস প্রথার উচ্ছেদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সর্বোচ্চ মূল্য ও মজুরির সর্বনিম্ন হার নির্ধারণ, মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি|
এক কথায় বলা যায়, সন্ত্রাসের শাসন ফ্রান্সের শিশু প্রজাতন্ত্রকে রক্ষা করেছিল| তাই ঐতিহাসিক টেলর মন্তব্য করেছেন, The Terror saved the Revolution "(সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল)| ঐতিহাসিক রহিকার বলেছেন, ভয়াবহতা ও নৃশংসতা সত্বেও সন্ত্রাসের শাসন বাস্তব রাজনীতি জ্ঞানের পরিচায়ক|
গিলোটিন |
গিলোটিন |
ফরাসি বিপ্লবের ইতিহাসে 13 মাসের এই সন্ত্রাসের শাসনকাল ছিলো এক রক্তাক্ত অধ্যায়| বিপ্লবী নেতৃবর্গ এই সময় রক্ত পিপাসায় মেতে উঠেন| বিপ্লবের নামে প্রায় 50 হাজার নর-নারীকে গিলোটিনে হত্যা করে করা হয়| এই কালপর্বে যারা প্রাণ দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রানী আঁতোয়ানেৎ, মাদাম রঁলা, ব্রিসো, ভার্নিয়ে, ডিউক অব অর্লিয়েন্স(ষোড়শ লুই এর ভ্রাতা) প্রমুখ| সন্দেহের আইন সীমানার আরও সম্প্রসারিত করা হয়| মূলত অক্টোবর-ডিসেম্বর মাসের মধ্যে প্রায় চার লক্ষ মানুষকে কারারুদ্ধ করা হয় এবং অর্ধেকের বেশি মানুষের কপালে জুটে গিলোটিন|
সন্ত্রাসের শাসন: প্রকৃতি ও গুরুত্ব
সন্ত্রাসী রাজত্ব সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য বর্তমান| ঐতিহাসিক তেঁই এর মতে, সন্ত্রাসের রাজত্ব ছিল ক্ষমতালোভী, দুর্বিনীত, সুবিধাভোগী এক শ্রেণীর মানুষের প্রচেষ্টা| এই সময় ব্যক্তি স্বাধীনতা, জীবন ও সম্পত্তির নিরাপত্তা বলে কিছু ছিল না| কেবল সন্দেহের বসে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়| এই সকল ক্রিয়া-কলাপ কখনোই গণতন্ত্র সম্মত বা গ্রহণযোগ্য নয়|তবে একথা অনস্বীকার্য যে, বিদেশি আক্রমণ ও অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্রের এক প্রবল সংকটময়কাল| এই সন্ত্রাসের শাসনই অরাজকতা ও বিদ্রোহের অবসান ঘটিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং বিদেশি আক্রমণকারীদের পর্যদস্ত করে|
1794 সালে ফ্রান্সের যে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছিল, তা সন্ত্রাস রাজত্বের সাফল্যের পরিচয় দান করে| এই পর্বে বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল| যেমন- সর্বজনীন প্রাথমিক শিক্ষা, কৃষকদের মধ্যে জমি বন্টন, দাস প্রথার উচ্ছেদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সর্বোচ্চ মূল্য ও মজুরির সর্বনিম্ন হার নির্ধারণ, মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি|
এক কথায় বলা যায়, সন্ত্রাসের শাসন ফ্রান্সের শিশু প্রজাতন্ত্রকে রক্ষা করেছিল| তাই ঐতিহাসিক টেলর মন্তব্য করেছেন, The Terror saved the Revolution "(সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল)| ঐতিহাসিক রহিকার বলেছেন, ভয়াবহতা ও নৃশংসতা সত্বেও সন্ত্রাসের শাসন বাস্তব রাজনীতি জ্ঞানের পরিচায়ক|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Georges Lefebvre, "The French Revolution".
- Hilaire Belloc, "The French Revolution".
সম্পর্কিত বিষয়
- ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান (আরো পড়ুন)
- বাস্তিল দুর্গের পতনের ইতিহাস (আরো পড়ুন)
- নেপোলিয়ন কে কেন ফরাসি বিপ্লবের শিশু বলা হয় (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................