পেনিনসুলার যুদ্ধ

ইংল্যান্ডের মিত্রদেশ পর্তুগালে "মহাদেশীয় অবরোধ প্রথা" মানতে অস্বীকার করলে নেপোলিয়ন স্পেনের বিনা অনুমতিতে স্পেনের ভিতর দিয়ে সেনাবাহিনী নিয়ে যান এবং পর্তুগাল জয় করেন(1807)|

পর্তুগাল থেকে ফেরার পথে স্পেনের রাজপরিবারের গৃহবিবাদের সুযোগে নেপোলিয়ন বুরবোঁ বংশের রাজা চতুর্থ চার্লসকে অপসারিত করে নিজ ভাই জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে অধিষ্ঠিত/বসিয়ে দেন|

পেনিনসুলার-যুদ্ধ
সংগ্রাম


এইদিকে জাতীয়তাবাদের উদ্বুদ্ধ স্পেনবাসীর পক্ষে এই অপমান সহ্য করা সম্ভব ছিল না| তারা সবরকম বিবাদ ভুলে ঐক্যবদ্ধভাবে নেপোলিয়ানের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হন(1807-14)| স্পেনবাসীর আবেদন ক্রমে ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী স্পেনে উপস্থিত হয়| পর্তুগাল ও স্পেনের সাহায্য এগিয়ে আছে| ফ্রান্সের বিরুদ্ধে স্পেন ও পর্তুগালের মিলিত যুদ্ধ "উপদ্বীপের যুদ্ধ" বা "পেনিনসুলার যুদ্ধ" যুদ্ধ নামে খ্যাত|

1813 সালে ভিটরিয়ার যুদ্ধের(Battle of Vitoria) আর্থার ওয়েলেসলি ফরাসি সেনানায়ক মার্শাল জর্ডানকে চূড়ান্তভাবে পরাজিত করলে ফরাসি বাহিনীর সব আশা নির্মূল হয় এবং তারা স্পেন ত্যাগ করতে বাধ্য হয়|

পেনিনসুলার যুদ্ধের বিফলতা নেপোলিয়নের সামরিক মর্যাদাকে ক্ষুন্ন করে| এই যুদ্ধের দ্বারা প্রমাণিত হয় যে, নেপোলিয়ন অপরাজেয় নন এবং এরফলে ইউরোপের বিভিন্ন দেশে ঐক্যবদ্ধ সংগ্রামের প্রস্তুতি শুরু হয়ে যায়| এই যুদ্ধের ফলে নেপোলিয়নের মর্যাদা, সামরিক শক্তি ও অর্থবল প্রচন্ডভাবে আঘাত প্রাপ্ত হয়| যুদ্ধকালে 3 লক্ষের বেশি ফরাসী সৈন্য প্রাণ হারায়| নেপোলিয়নের পতনে স্পেনীয় যুদ্ধের ভূমিকাকে অস্বীকার করা যায় না|

সেন্ট হেলেনা দ্বীপে বন্দি অবস্থায় নেপোলিয়ন নিজেই আক্ষেপ করে বলেছিলেন, "The Spanish ulcer ruined me".



তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. Georges Lefebvre, "The French Revolution".
  3. Hilaire Belloc, "The French Revolution".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐