গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকাকে আলাদা আলাদা ভাবে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়| কেননা দুটোই একে অন্যের পরিপূরক এবং দুটোকে নিয়ে গর্বাচেভের সংস্কার|
মিখাইল গর্বাচেভ |
1985 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির 27 তম অধিবেশনে "গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা" নীতি হিসেবে গ্রহণ করা হয়| গ্লাসনস্ত এর অর্থ হলো মুক্তচিন্তা ও মুক্ত পরিবেশ বা স্বচ্ছতা এবং পেরেস্ত্রইকা বলতে বুঝায় পুনর্গঠন অর্থাৎ অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন|
গর্বাচেভ মনে করেছিলেন, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের মাধ্যমে সংস্কারের পথে অগ্রসর হতে পারলে রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার উপযোগিতা ও প্রাসঙ্গিকতা বজায় থাকবে|
অন্যদিকে স্বার্থান্ধ, উচ্ছাস ও অন্ধকার সংস্কারের পরিবর্তে যুক্তি, জ্ঞান এবং নৈতিক মূল্যবোধের প্রভাবে ক্রমে ক্রমে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক সম্পর্কের মানবিকী করণ সম্ভব হবে|
এই দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয় গর্বাচেভ পূর্ব ইউরোপের দেশগুলিতে সোভিয়েত আধিপত্যবাদের বাঁধন শীতল করতে সচেষ্ট হলেন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও পশ্চিম জার্মানির সঙ্গে সম্পর্কের উন্নতি বিধানে দৃষ্টি দিলেন|
.......................................
তথ্যসূত্র
- Pavneet Singh, "International Relations ".
- P. M. H. Bell, "The World Since 1945: An International History".
সম্পর্কিত বিষয়
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় উপনিবেশবাদের পতন তথা এর গুরুত্ব (আরো পড়ুন)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির বিভাজন তথা বিশ্ব রাজনীতিতে তার প্রভাব (আরো পড়ুন)
- ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|