মহলওয়ারি বন্দোবস্ত

১৮২২ সালে কোম্পানির পর্যবেক্ষক হল্ট ম্যাকেনজির(Holt Mackenzie) সুপারিশ অনুসারে "সপ্তম আইন" দ্বারা গাঙ্গেয় উপত্যকা, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশে "মহলওয়ারি বন্দোবস্ত" প্রবর্তন করা হয়েছিল। তবে ১৮৩৩ সালে লর্ড উইলিয়াম বেন্টিক এর প্রকৃত সূচনা করেন।

মহলওয়ারি-বন্দোবস্ত
কৃষি জমি

মহলওয়ারি-বন্দোবস্ত
কৃষক
মহলওয়ারি-বন্দোবস্ত
ব্রিটিশ পতাকা


মহলওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্য

  1. এই ব্যবস্থায় সরকার রায়তদের সাথে ভূমি বন্দোবস্ত না করে এক একটি গ্রামের বা মহল্লার সঙ্গে ভূমি বন্দোবস্ত করতেন। তাই এই বন্দোবস্তের নাম 'মহালওয়ারি বন্দোবস্ত'।
  2. এই ব্যবস্থায় জমি জরিপ করে জমির উৎপাদিকা শক্তি অনুসারে ভূমি রাজস্বের পরিমাণ স্থির করা হত এবং এই রাজস্বের পরিমাণ ছিল প্রায় ৫০-৯০ শতাংশ।
  3. প্রতিটি গ্রাম বা মহল্লার সঙ্গে ২০-৩০ বছরের জন্য এই ভূমি বন্দোবস্ত করা হত।
  4. সরকার গ্রামের উপর যে রাজস্ব ধার্য করতেন, তা গ্রামবাসীদের মধ্যে বণ্টন করে দেওয়া হত। প্রতি গ্রামবাসী তার জমির নির্দিষ্ট রাজস্ব গ্রামের প্রধানের হাতে জমা দিতেন এবং গ্রাম প্রধান তা সরকারের হাতে জমা দিতেন।
  5. এই ব্যবস্থায় গ্রাম প্রধান ছাড়া সরকার ও রায়তদের মধ্যে কোন মধ্যস্বত্বভোগী ছিল না।
এই ব্যবস্থায় নগদ অর্থে  রাজস্ব আদায় করা হলেও, এই ব্যবস্থার ফলে কৃষকদের শোষনের মাত্রা হ্রাস পায়নি।১৮৩৯ থেকে ১৮৪৮ সালের মধ্যে ৯৫ শতাংশ জমি হস্তান্তরিত হয়ে যায়। রাজস্বের কড়াকড়ি লক্ষ্য করে সরকার ১৮৫৫ সালে উত্তরপ্রদেশের রাজস্বের হার কমাতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত এই ব্যবস্থা ভেঙে পড়ে।



তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারতের ইতিহাস"
  2. Rajiv Ahir I.P.S, "A Brief History Of Modern India".
  3. Sonali Bansal, "Modern Indian History".

সম্পর্কিত বিষয়

  1. ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 থেকে 1905 সাল পর্যন্ত (আরো পড়ুন)
  2. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ইতিহাস (আরো পড়ুন)
  3. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  4. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)

Author of this post

Name- Tanuara khatun
About- তিনি বর্তমানে ইতিহাসের ছাত্র
Read more- (click here)

                      .......................................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐