"privatization" কথাটির পরিভাষা হল "বেসরকারিকরণ"| আধুনিক বিশ্বে-বিশ্বায়নের যুগে সরকারি উদ্যোগের পরিবর্তে বেসরকারি উদ্যোগকে বেশি উৎসাহ দেওয়া হয়েছে|
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্ব ব্যাংকের(IMF) প্রধান কাজ হলো বিদেশি ব্যক্তিগত পুঁজির প্রসারসাধন এবং অন্যান্য বেসরকারী ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের উৎসাহ দান|
তাই বিশ্ব ব্যাংক(IMF) এবং বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) বিকাশশীল দেশগুলিকে কয়েকটি শর্তে আর্থিক সাহায্য দেয়| এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, উন্নয়নশীল দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলির বেসরকারিকরণ| শুধু রাষ্ট্রায়ত্ত অর্থনীতির স্বার্থেই উন্নয়নশীল দেশগুলোর সরকার আর্থিক দায়-দায়িত্ব থেকে মুক্ত হতে চাইছে| সুতরাং পুঁজিবাদী বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ|
বেসরকারিকরণের প্রভাবে বাজারের বহুজাতিক সংস্থাগুলি(MNC) অনুপ্রবেশ ঘটেছে| বেসরকারিকরণের সাফল্য নির্ভর করে ব্যক্তিগত মালিকানা ও সরকারি চুক্তি সাফল্যের উপর|
কিন্তু বর্তমানে মালিক-শ্রমিক, শ্রমিক অসন্তোষ, শ্রমিক ছাঁটাই প্রভৃতি ঘটনা যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছে| তবে একথা সত্য যে, বহু জটিলতা থাকা সত্ত্বেও বর্তমানে প্রতিযোগিতার বাজারে বেসরকারিকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে|
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্ব ব্যাংকের(IMF) প্রধান কাজ হলো বিদেশি ব্যক্তিগত পুঁজির প্রসারসাধন এবং অন্যান্য বেসরকারী ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের উৎসাহ দান|
তাই বিশ্ব ব্যাংক(IMF) এবং বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) বিকাশশীল দেশগুলিকে কয়েকটি শর্তে আর্থিক সাহায্য দেয়| এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, উন্নয়নশীল দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলির বেসরকারিকরণ| শুধু রাষ্ট্রায়ত্ত অর্থনীতির স্বার্থেই উন্নয়নশীল দেশগুলোর সরকার আর্থিক দায়-দায়িত্ব থেকে মুক্ত হতে চাইছে| সুতরাং পুঁজিবাদী বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ|
বেসরকারিকরণের ফলাফল
বর্তমানে পৃথিবীতে প্রায় প্রত্যেক দেশেই উদার অর্থনীতির প্রচলন ঘটেছে| privatization হলো এই উদার অর্থনীতির একটা দিক| বেসরকারিকরণের প্রভাবে বর্তমান পৃথিবীর অনেক দেশে বহু সংখ্যক রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করে দেওয়া হয়েছে| 2008 সালে ভারতে প্রায় 268 টি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দুই হাজারের বেশি রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের পরে বন্ধ হয়ে গেছে|বেসরকারিকরণের প্রভাবে বাজারের বহুজাতিক সংস্থাগুলি(MNC) অনুপ্রবেশ ঘটেছে| বেসরকারিকরণের সাফল্য নির্ভর করে ব্যক্তিগত মালিকানা ও সরকারি চুক্তি সাফল্যের উপর|
কিন্তু বর্তমানে মালিক-শ্রমিক, শ্রমিক অসন্তোষ, শ্রমিক ছাঁটাই প্রভৃতি ঘটনা যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছে| তবে একথা সত্য যে, বহু জটিলতা থাকা সত্ত্বেও বর্তমানে প্রতিযোগিতার বাজারে বেসরকারিকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে|
তথ্যসূত্র
- Manfred B. Steger, "Globalization: A Very Short Introduction".
- BAYLIS ET AL, "The Globalization of World Politics 2nd".
সম্পর্কিত বিষয়
- বিশ্বায়নের অর্থনৈতিক নেটওয়ার্ক কীভাবে আজকাল কাজ করে (আরো পড়ুন)
- বিশ্বায়নের সংজ্ঞা এবং তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব (আরো পড়ুন)
- বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................