বার্লিন প্রাচীরের পতন

1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্বে জার্মানিকে চারটি অংশে ভাগে ভাগ করা হয়েছিল- সোভিয়েত নেতৃত্বাধীন কমিউনিস্ট পূর্ব জার্মানি এবং গণতান্ত্রিক পশ্চিম জার্মানি| 

কিন্তু বিগত শতাব্দীর 40 এর দশক থেকেই পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক নিয়ন্ত্রণ শিথিল হতে থাকে| 1989 সাল নাগাদ সোভিয়েত রাষ্ট্র যখন গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা খোলা হাওয়া বইছে, তখন দুই জার্মানির ঐক্যের জন্য জনমত তৈরী হতে থাকে|

কখন-বার্লিন-দেয়ালের-পতন-হয়
বার্লিন দেয়ালের পতন 

কখন-বার্লিন-দেয়ালের-পতন-হয়
বার্লিন প্রাচীর 

কখন-বার্লিন-দেয়ালের-পতন-হয়
পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি

কখন-বার্লিন-দেয়ালের-পতন-হয়
বার্লিন প্রাচীর 


পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে আগমনের পথে প্রধান প্রতিবন্ধকতা ছিল বার্লিন দেয়াল| 1989 সালের 9 ই নভেম্বর বিক্ষুব্ধ জার্মান জনগণ বার্লিন প্রাচীর ভেঙে ফেলে| ঠিক দুইশত বছর আগে ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন যেমন ফ্রান্সের স্বৈরাচারী শাসনের অন্তিমকাল সূচনা করেছিল| অনুরূপভাবে বার্লিন প্রাচীর ভেঙে দুই জার্মানির মধ্যে ব্যবধান চূর্ণ হলো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দ্বিধাবিভক্ত জার্মানি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথ উন্মুক্ত হলো|

অবশেষে 1990 সালে 12 ই সেপ্টেম্বর পূর্বতন মিত্রপক্ষের চারটি রাষ্ট্র(সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স) এবং পূর্ব ও পশ্চিম জার্মানির প্রতিনিধিরা মস্কোতে মিলিত হয়ে ঐতিহাসিক "Two Plus Four Treaty" চুক্তি স্বাক্ষরিত করে| এই চুক্তির দ্বারা আনুষ্ঠানিকভাবে দুই জার্মানির পৃথক অস্তিত্বের বিলুপ্তি ঘটানো হয় এবং ঐক্যবদ্ধ জার্মানির সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়| পশ্চিম জার্মানির চ্যান্সেলর হেলমুট কোল ঐক্যবদ্ধ জার্মানির রাষ্ট্রপতি পদে আসীন হন|

বার্লিন প্রাচীর পতন যেমন একদিকে যেমন দুই জার্মানির ঐক্যকরণ ঘটায়, তেমনি অন্যদিকে পূর্ব জার্মানিকে কেন্দ্র করে গঠিত ও বিকশিত রুশ তথা সমাজতান্ত্রিক গোষ্ঠীর একাধিপত্যের অবসান ঘটায়|

জার্মান কর্তৃক রুশ একনায়তান্ত্রিক সাম্যবাদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনার সঙ্গে সঙ্গে পূর্ব ইউরোপের অন্যান্য রাষ্ট্র সমূহেও রুশ সাম্যবাদ বিরোধী গণতান্ত্রিক বিপ্লবের সূচনা হয়| এমনকি রাশিয়ার অভ্যন্তরেও এর প্রভাব পরিলক্ষিত হয়| যার ফলশ্রুতি ছিল 1991 সালে সোভিয়েত রাশিয়ার ভাঙ্গন|


তথ্যসূত্র

  1. Pavneet Singh, "International Relations ".
  2. Prakash Chandra, "international relations & comparative politics".
  3. Garrett W Brown, "The Concise Oxford Dictionary of Politics and International Relations ".

সম্পর্কিত বিষয়

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় উপনিবেশবাদের পতন তথা এর গুরুত্ব (আরো পড়ুন)
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির বিভাজন তথা বিশ্ব রাজনীতিতে তার প্রভাব  (আরো পড়ুন)
  3. ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ  (আরো পড়ুন)

Author of this post

Name- Bhanu Mathi Ghosh
About- তিনি বর্তমানে একজন ইতিহাসের ছাত্রী
Read more- (Click here)

                     .............................................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐