১৮৬৯ সালের ২ রা অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধী গুজরাটে পুরবন্দরে জন্ম গ্রহণ করেন| তিনি বাপু নামেও পরিচিত|
তবে ২ রা অক্টোবর দিনটিকে তাঁর জন্মদিনের উপলক্ষে এবং যথাযোগ্য সম্মানের সহকারে গান্ধী জয়ন্তী হিসাবে গোটা ভারতবর্ষে জাতীয় ছুটি হিসেবে পালিত করা হয়|
মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী
১৮১৫ সালে তিনি বিলেত থেকে আইন পাস করে ভারতে আসেন| এরপর গোপালকৃষ্ণ গোখলের নির্দেশে তিনি এক বছর প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থেকে অভিজ্ঞতা অর্জন করেন| এরপর তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং কালক্রমে ১৯১৯ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তিনিই ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ হয়ে উঠেন|
অহিংসা ও সত্যাগ্রহ - এই দুই ছিল তাঁর মূল আদর্শ| এই আদর্শই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রয়োগ করেন এবং এই আদর্শ অনুসরণ করেই তিনি চম্পারন ও খেদা আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এবং বিভিন্ন আন্দোলনের তিনি নেতৃত্ব গ্রহণ করেন|
এই আন্দোলন গুলির জন্য তাঁকে অনেকবার কারারুদ্ধও হতে হয়েছিল, এমনকি অসহযোগ আন্দোলনের ব্যর্থতার জন্য দায়ীও তাঁকে করা হয়েছিল| তবে শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বেই ব্রিটিশরা হার মানতে বাধ্য হয় এবং ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ এর ১৫ ই আগস্ট| ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তাঁর গুরুত্ব অনস্বীকার্য|
সর্বশেষে এই কথা বলা যায় যে, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং চিরস্মরণীয় হয়ে আছেন|
Happy Birthday Gandhiji....
Jai Hind.........
written by- Tanuara Khatun
Read more- (click here)
..............................