মুঘল রাজত্বে উৎপাদন ব্যবস্থাকে নিয়মিত করার জন্য ও রাজকীয় উদ্যোগে উৎপাদন করার জন্য "রাজকীয় কারখানা" গঠন করা হয়েছিল|
মূলত রাজপরিবারের সদস্যরা ও উচ্চবর্গের অভিজাতরা এই কারখানায় উৎসাহ দেখিয়েছিলেন| এই কারখানাগুলোতে রাজপরিবার ও উচ্চ অভিজাতদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য উচ্চ মানের পণ্য উৎপাদন করা হতে থাকে|
পরে অবশ্য এগুলি বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন করা হতে থাকে| আবুল ফজলের রচনায় এই রাজকীয় কারখানাগুলির সম্পর্কে উল্লেখ থাকলেও কিভাবে তা পরিচালিত হতো, সে সম্পর্কে তিনি নিশ্চুপ থেকেছেন|
এই রাজকীয় কারখানাগুলোতে সুতিবস্ত্র, রেশম, রেশম বস্ত্র ইত্যাদি প্রস্তুত করা হতো| কারখানার তত্ত্বাবধানের জন্য মীর সামান নামে এক কর্মচারী নিয়োগ করা হয়েছিল|
সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় বণিকদের আগমনের ফলে এই কারখানাগুলির উৎপাদন ও বাজার ক্রমশ হ্রাস পেতে থাকে| তবে রাজকীয় উদ্যোগের পরিবর্তে যৌথ বা ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন পরিচালিত হতে থাকে|
পরে অবশ্য এগুলি বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন করা হতে থাকে| আবুল ফজলের রচনায় এই রাজকীয় কারখানাগুলির সম্পর্কে উল্লেখ থাকলেও কিভাবে তা পরিচালিত হতো, সে সম্পর্কে তিনি নিশ্চুপ থেকেছেন|
সুতিবস্ত্র |
রেশম বস্ত্র |
এই রাজকীয় কারখানাগুলোতে সুতিবস্ত্র, রেশম, রেশম বস্ত্র ইত্যাদি প্রস্তুত করা হতো| কারখানার তত্ত্বাবধানের জন্য মীর সামান নামে এক কর্মচারী নিয়োগ করা হয়েছিল|
সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় বণিকদের আগমনের ফলে এই কারখানাগুলির উৎপাদন ও বাজার ক্রমশ হ্রাস পেতে থাকে| তবে রাজকীয় উদ্যোগের পরিবর্তে যৌথ বা ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন পরিচালিত হতে থাকে|
তথ্যসূত্র
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
- অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"
- Shireen Moosvi, "People, Taxation and Trade in Mughal India".
সম্পর্কিত বিষয়
- মুঘল মুদ্রা ব্যবস্থা (আরো পড়ুন)
- মুঘল চিত্রকলা (আরো পড়ুন)
- 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল রাজ দরবারে বিভিন্ন দলগুলির উন্নতি এবং তাদের রাজনীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
- মুঘল ভারতের ব্যাংকার এবং ব্যবসায়ী সম্প্রদায় (আরো পড়ুন)
Author of this post
Name- Tanuara khatun About- তিনি বর্তমানে ইতিহাসের ছাত্র Read more- (click here) |
.......................................