কমিউনিস্ট চীনকে প্রতিরোধ করার জন্য এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি অগ্রগতিকে রোধ করার জন্য মার্কিন মদতে সিয়াটো বা দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল|
এই চুক্তি সংস্থার সদস্যরা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন- এই আটটি দেশ|
সিয়াটো গঠনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল কোরিয়া যুদ্ধের মধ্য দিয়ে| দ্বীপরাষ্ট্র কোরিয়া প্রায় তিন দশকের উপর জার্মানি কর্তৃত্বাধীনে থাকার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ফলে মুক্ত হয়| কিন্তু মিত্রশক্তি তাদের প্রভাব এলাকার তত্ত্ব অনুযায়ী এই দেশটির উত্তরে রাশিয়া ও দক্ষিণে আমেরিকার নিয়ন্ত্রণাধীন দুটি দখলী এলাকায় ভাগ করা হয়|
এদিকে অভিযোগ উঠে যে, উত্তর কোরিয়া থেকে নাকি কমিউনিস্ট ফৌজ সীমানা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় আক্রমণের উদ্ধৃত| ফলে এই ঘটনাকে কমিউনিস্ট আগ্রাসনের ঘটনা হিসেবে চিহ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উত্তর কোরিয়া আক্রমণে সিদ্ধান্ত নেওয়া হয়|
ঠান্ডা লড়াইয়ের পটভূমিকায় কোরিয়া যুদ্ধ ছিল একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা| এই যুদ্ধে সাম্যবাদী রাষ্ট্র চীন ও সোভিয়েত ইউনিয়নের দূর ও ঐক্যবদ্ধ প্রতিরোধের কার্যকারিতা প্রমাণিত হয়| মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট বিদ্বেষ এতই তীব্র হয়ে উঠে যে, তাদের প্রতিরোধ ও কূটনীতি সংক্রান্ত চিন্তা ভাবনা আরও আক্রমণাত্মক রূপ নিতে থাকে|
ইউরোপে NATO এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন অংশে সামরিক জোট ও ঘাঁটি স্থাপনের উদ্যোগ নেয় আমেরিকা| এক কথায় সোভিয়েত সাম্যবাদী প্রভাব প্রতিরোধ করা, কমিউনিস্ট চীনকে প্রতিরোধ করা এবং ভিয়েতনামে কমিউনিস্টদের অগ্রগতিকে রোধ করার উদ্দেশ্যই 1994 সালে প্রতিষ্টিত হয় সিয়াটো|
দক্ষিণ-পূর্ব এশিয়াকে কমিউনিস্ট আগ্রাসন থেকে রক্ষা করার উদ্দেশ্যে সিয়াটো গঠিত হলেও এই অঞ্চলের মাত্র দুটি দেশ থাইল্যান্ড ও ফিলিপাইন এর সদস্য হয়|
তথাপি একথা সত্য যে, এশিয়া ভূখণ্ডের বাইরে থেকে আসা শক্তিপুঞ্জ এই জোট ঠান্ডা লড়াইকে যে আরও তীব্র করেছিল তাতে কোন সন্দেহ নেই|
ইউরোপে NATO এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন অংশে সামরিক জোট ও ঘাঁটি স্থাপনের উদ্যোগ নেয় আমেরিকা| এক কথায় সোভিয়েত সাম্যবাদী প্রভাব প্রতিরোধ করা, কমিউনিস্ট চীনকে প্রতিরোধ করা এবং ভিয়েতনামে কমিউনিস্টদের অগ্রগতিকে রোধ করার উদ্দেশ্যই 1994 সালে প্রতিষ্টিত হয় সিয়াটো|
দক্ষিণ-পূর্ব এশিয়াকে কমিউনিস্ট আগ্রাসন থেকে রক্ষা করার উদ্দেশ্যে সিয়াটো গঠিত হলেও এই অঞ্চলের মাত্র দুটি দেশ থাইল্যান্ড ও ফিলিপাইন এর সদস্য হয়|
তথাপি একথা সত্য যে, এশিয়া ভূখণ্ডের বাইরে থেকে আসা শক্তিপুঞ্জ এই জোট ঠান্ডা লড়াইকে যে আরও তীব্র করেছিল তাতে কোন সন্দেহ নেই|
তথ্যসূত্র
- Pavneet Singh, "International Relations".
- Prakash Chandra, "international relations & comparative politics".
- Garrett W Brown, "The Concise Oxford Dictionary of Politics and International Relations ".
সম্পর্কিত বিষয়
- ওপেক কি ? | What is OPEC ? (আরো পড়ুন)
- সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য (আরো পড়ুন)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির বিভাজন তথা বিশ্ব রাজনীতিতে তার প্রভাব (আরো পড়ুন)
- ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................