সিয়াটো চুক্তি

কমিউনিস্ট চীনকে প্রতিরোধ করার জন্য এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি অগ্রগতিকে রোধ করার জন্য মার্কিন মদতে সিয়াটো বা দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল| 

এই চুক্তি সংস্থার সদস্যরা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন- এই আটটি দেশ|

সিয়াটো-চুক্তি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ

সিয়াটো-চুক্তি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ


সিয়াটো-চুক্তি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ


সিয়াটো গঠনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল কোরিয়া যুদ্ধের মধ্য দিয়ে| দ্বীপরাষ্ট্র কোরিয়া প্রায় তিন দশকের উপর জার্মানি কর্তৃত্বাধীনে থাকার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ফলে মুক্ত হয়| কিন্তু মিত্রশক্তি তাদের প্রভাব এলাকার তত্ত্ব অনুযায়ী এই দেশটির উত্তরে রাশিয়া ও দক্ষিণে আমেরিকার নিয়ন্ত্রণাধীন দুটি দখলী এলাকায় ভাগ করা হয়|

এদিকে অভিযোগ উঠে যে, উত্তর কোরিয়া থেকে নাকি কমিউনিস্ট ফৌজ সীমানা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় আক্রমণের উদ্ধৃত| ফলে এই ঘটনাকে কমিউনিস্ট আগ্রাসনের ঘটনা হিসেবে চিহ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উত্তর কোরিয়া আক্রমণে সিদ্ধান্ত নেওয়া হয়|

ঠান্ডা লড়াইয়ের পটভূমিকায় কোরিয়া যুদ্ধ ছিল একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা| এই যুদ্ধে সাম্যবাদী রাষ্ট্র চীন ও সোভিয়েত ইউনিয়নের দূর ও ঐক্যবদ্ধ প্রতিরোধের কার্যকারিতা প্রমাণিত হয়| মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট বিদ্বেষ এতই তীব্র হয়ে উঠে যে, তাদের প্রতিরোধ ও কূটনীতি সংক্রান্ত চিন্তা ভাবনা আরও আক্রমণাত্মক রূপ নিতে থাকে|

ইউরোপে NATO এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন অংশে সামরিক জোট ও ঘাঁটি স্থাপনের উদ্যোগ নেয় আমেরিকা| এক কথায় সোভিয়েত সাম্যবাদী প্রভাব প্রতিরোধ করা, কমিউনিস্ট চীনকে প্রতিরোধ করা এবং ভিয়েতনামে কমিউনিস্টদের অগ্রগতিকে রোধ করার উদ্দেশ্যই 1994 সালে প্রতিষ্টিত হয় সিয়াটো|

দক্ষিণ-পূর্ব এশিয়াকে কমিউনিস্ট আগ্রাসন থেকে রক্ষা করার উদ্দেশ্যে সিয়াটো গঠিত হলেও এই অঞ্চলের মাত্র দুটি দেশ থাইল্যান্ড ও ফিলিপাইন এর সদস্য হয়|

তথাপি একথা সত্য যে, এশিয়া ভূখণ্ডের বাইরে থেকে আসা শক্তিপুঞ্জ এই জোট ঠান্ডা লড়াইকে যে আরও তীব্র করেছিল তাতে কোন সন্দেহ নেই|



তথ্যসূত্র

  1. Pavneet Singh, "International Relations".
  2. Prakash Chandra, "international relations & comparative politics".
  3. Garrett W Brown, "The Concise Oxford Dictionary of Politics and International Relations ".

সম্পর্কিত বিষয়

  1. ওপেক কি ? | What is OPEC ? (আরো পড়ুন)
  2. সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য (আরো পড়ুন)
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির বিভাজন তথা বিশ্ব রাজনীতিতে তার প্রভাব  (আরো পড়ুন)
  4. ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................


    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐