খিলজিদের পরিচয় নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে| জিয়াউদ্দিন বারানীর মতে, খিলজিরা ছিল তুর্কি জাতি থেকে পৃথক ও স্বতন্ত্র|
আবার ঐতিহাসিক ফেরিস্তা ও নিজামউদ্দিন এর মতে, খিলজিরা তুর্কিরা জাতীয় লোক এবং মোঙ্গল নেতা চেঙ্গিস খাঁর জামাতা কুলিজ খাঁর বংশধর ছিল|
অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, অধ্যাপক সুকুমার রায় প্রমূখ আধুনিক ঐতিহাসিকেরাও খিলজিদের তুর্কি বংশীয় বলে মনে করেন| এদের মতে, ভারতে খলজি বা খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খিলজির পূর্বপুরুষেরা তুর্কিস্তানের বসবাস করতেন|
সেখান থেকে তারা আফগানিস্তানের উপত্যকা ও লামখানে এসে বসতি স্থাপন করেন| হেলমন্দ নদীর দুই উপকূল "খলজ" নামে পরিচিত ছিল| "খলজ" থেকে তারা খলজি বা খিলজি নামে পরিচিত হয়|
এছাড়া দীর্ঘ 200 বছর ধরে এই অঞ্চলে বসবাসের ফলে তারা আফগান ভাবধারার সংস্কৃতি ও আচার-আচরণে অভ্যস্ত হয়ে উঠেন| মিনাজ লিখেছেন যে, খিলজিরা ঘুরি ও গজনী রাজবংশের অধীনে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিল| সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের সূত্রে এদের অনেকে ভারতে প্রবেশ করে| আবার অনেকে মোঙ্গল আক্রমণের সময় আশ্রয়ের সন্ধানে ভারতে প্রবেশ করে|
খিলজিরা তুর্কি হোক বা না হোক- এরা কায়কোবাদের দরবারে হিন্দুস্তানি মুসলিম বলেই পরিচিত ছিলেন এবং জালালউদ্দিন ফিরোজ খিলজি ছিলেন এই হিন্দুস্তানি মুসলিম গোষ্ঠীর প্রধান নেতা|
আবার ঐতিহাসিক ফেরিস্তা ও নিজামউদ্দিন এর মতে, খিলজিরা তুর্কিরা জাতীয় লোক এবং মোঙ্গল নেতা চেঙ্গিস খাঁর জামাতা কুলিজ খাঁর বংশধর ছিল|
অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, অধ্যাপক সুকুমার রায় প্রমূখ আধুনিক ঐতিহাসিকেরাও খিলজিদের তুর্কি বংশীয় বলে মনে করেন| এদের মতে, ভারতে খলজি বা খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খিলজির পূর্বপুরুষেরা তুর্কিস্তানের বসবাস করতেন|
সেখান থেকে তারা আফগানিস্তানের উপত্যকা ও লামখানে এসে বসতি স্থাপন করেন| হেলমন্দ নদীর দুই উপকূল "খলজ" নামে পরিচিত ছিল| "খলজ" থেকে তারা খলজি বা খিলজি নামে পরিচিত হয়|
এছাড়া দীর্ঘ 200 বছর ধরে এই অঞ্চলে বসবাসের ফলে তারা আফগান ভাবধারার সংস্কৃতি ও আচার-আচরণে অভ্যস্ত হয়ে উঠেন| মিনাজ লিখেছেন যে, খিলজিরা ঘুরি ও গজনী রাজবংশের অধীনে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিল| সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের সূত্রে এদের অনেকে ভারতে প্রবেশ করে| আবার অনেকে মোঙ্গল আক্রমণের সময় আশ্রয়ের সন্ধানে ভারতে প্রবেশ করে|
খিলজিরা তুর্কি হোক বা না হোক- এরা কায়কোবাদের দরবারে হিন্দুস্তানি মুসলিম বলেই পরিচিত ছিলেন এবং জালালউদ্দিন ফিরোজ খিলজি ছিলেন এই হিন্দুস্তানি মুসলিম গোষ্ঠীর প্রধান নেতা|
তথ্যসূত্র
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India".
- Satosj Cjamdra, "Medieval India".
সম্পর্কিত বিষয়
- ইউরোপের দাস প্রথার ইতিহাস (আরো পড়ুন)
- দাস ব্যবসা এবং ইউরোপের উপর তার প্রভাব (আরো পড়ুন)
- 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল রাজ দরবারে বিভিন্ন দলগুলির উন্নতি এবং তাদের রাজনীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................