বাবরের ভারত আক্রমণ বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ| কারণ এই প্রথম কুষাণ সাম্রাজ্য পতনের পর কাবুল ও কান্দাহার উত্তর ভারতীয় সাম্রাজ্যের অঙ্গীভূত হয়|
এয়াবৎ এই অঞ্চলের ভেতর দিয়ে ভারতের উপর বিদেশীদের আক্রমণ চালু হয়েছিল| সুতরাং এই অঞ্চলের উপর কর্তৃত্ব স্থাপন করে বাবর পরবর্তী প্রায় 200 বছর ভারতীয় উপমহাদেশের নিরাপত্তা সুনিশ্চিত করেন| এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে কাবুল ও কান্দাহার নিয়ন্ত্রণ ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রসারে সহায়ক হয়|
অধ্যাপক অনিরুদ্ধ রায় লিখেছেন যে, "বাবর যে বিদ্যা ভারতে এনেছিলেন, তা হলো যুদ্ধবিদ্যা"| বাবরের আসার পূর্বে বন্দুকের ব্যবহার হয়েছিল বলে সাম্প্রতিক গবেষণায় জানা যায়| কিন্তু যুদ্ধ ক্ষেত্রে কামানের ব্যবহার ভারতে বাবরই শুরু করেন|
অশ্বারোহী ও কামানের সুদক্ষ ব্যবহারের প্রতিপক্ষের বিশাল সেনাদলকে কিভাবে হটানো যায়, সেটি বাবর বার বার দেখিয়েছেন| এর ফলে দুর্গের গুরুত্ব আপেক্ষিকভাবে হ্রাস পায়| কামানের ব্যবহারের ফলে আর্থ-সামাজিক অবস্থানও পরিবর্তন হতে থাকে|
পরিশেষে বলা যায়, লোদী-আফগান ও রাজপুতদের পরাজীত করে বাবর মুঘল সাম্রাজ্যের যে ভিত্তি রচনা করেন, তার উপর নির্ভর করে পরবর্তী মুঘল সম্রাটেরা ভারতের বৃহত্তর একটি কেন্দ্রীভূত প্রজাহিতৈষী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন| এর ফলে মুঘল আমলে সাহিত্য, শিল্পকলা, সংগীত প্রভৃতি ক্ষেত্রে ভারতীয় মনীষীর অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছিল|
পরিশেষে বলা যায়, লোদী-আফগান ও রাজপুতদের পরাজীত করে বাবর মুঘল সাম্রাজ্যের যে ভিত্তি রচনা করেন, তার উপর নির্ভর করে পরবর্তী মুঘল সম্রাটেরা ভারতের বৃহত্তর একটি কেন্দ্রীভূত প্রজাহিতৈষী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন| এর ফলে মুঘল আমলে সাহিত্য, শিল্পকলা, সংগীত প্রভৃতি ক্ষেত্রে ভারতীয় মনীষীর অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছিল|
তথ্যসূত্র
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
- অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"
- Shireen Moosvi, "People, Taxation and Trade in Mughal India".
সম্পর্কিত বিষয়
- মুঘল মুদ্রা ব্যবস্থা (আরো পড়ুন)
- মুঘল চিত্রকলা (আরো পড়ুন)
- 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল রাজ দরবারে বিভিন্ন দলগুলির উন্নতি এবং তাদের রাজনীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
- মুঘল ভারতের ব্যাংকার এবং ব্যবসায়ী সম্প্রদায় (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................