জনসাধারণ যাতে নীতি পথে জীবন-যাপন করতে পারে এবং রাজ কর্মচারীদের দ্বারা তারা যেন নির্যাতিত না হয়, সেই জন্য সম্রাট অশোক ধর্ম মহাপাত্র নামে অপর এক শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেছিলেন।
ধর্মের প্রতিষ্ঠা ও উন্নতি সাধন এবং ধর্মের প্রতি যারা অনুরক্ত, তাদের সুখ-স্বাচ্ছন্দ বিধান করাই ধর্ম মহাপাত্রদের প্রধান কর্তব্য ছিল। তাদের দায়িত্ব ধর্ম বিষয়ক বিষয়ে সীমাবদ্ধ ছিল না। পঞ্চম শিলা লেখ থেকে জানা যায় যে, তাদের শাসন বিষয়ক দায়িত্ব পালন করতে হত, বিশেষ করে দিনমজুর, বৃদ্ধদের সুখ-স্বাচ্ছন্দ্যের প্রতি তাদের নজর ছিল।
রাজ পরিবারে দান কর্মকে উৎসাহ প্রদান করা এবং তা বন্ধনে মহাপাত্র বিষয়ে সাহায্য করতেন। অশোক বলেছিলেন যে- তাদের নিজের সংসারে, ভাই-বোনের সংসারে, রাজ্যের সর্বত্র তাঁর ধর্মের জন্য কাজ করতেন।
ঐতিহাসিক বেসান বলেছিলেন, "অশোক বিভিন্ন সংস্কার কার্যকে কার্যকরী করার জন্য ধর্ম মহাপাত্র নামে এক নতুুন পদে সৃষ্টি করেছিলেন, এরা ছিলেন অশোকের কেন্দ্রীয়করণ নীতির হাতিয়ার"।
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায়, "প্রাচীন ভারতের ইতিহাস"
- Ashok. K Banker, "Ashoka: Lion of Maurya".
- Wytze Keuning, "Ashoka the Great".
সম্পর্কিত বিষয়
- চোল রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
- জুনাগড় লিপি (আরো পড়ুন)
- কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব (আরো পড়ুন)
- জৈন ধর্মের বৈশিষ্ট্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................