বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালীন 1906 খ্রিস্টাব্দে 1লা অক্টোবর আগাঁ খাঁ এর নেতৃত্বে এক অভিজাত মুসলিম প্রতিনিধি দল সিমলায় মুসলমান সম্প্রদায়ের স্বার্থরক্ষার জন্য বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারক পত্র পেশ করেন।
সিমলায় অবস্থানকালে মুসলিম নেতৃবৃন্দ উপলব্ধি করেন যে, তাদের দাবিগুলো আদায়ের জন্য একটি সংস্থা গঠন করা দরকার। এরই পরিপ্রেক্ষিতে 1906 সালের ডিসেম্বর মাসের ঢাকার নবাব সলিম উল্লাহর উদ্যোগে ঢাকাতে আনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আগাঁ খাঁ এর সভাপতি নিযুক্ত হন।
ব্রিটিশ পতাকা |
ব্রিটিশ সৈনিক |
মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য
- ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য সুদৃঢ় করা।
- ভারতীয় মুসলমানদের অধিকার ও স্বার্থ রক্ষা করা।
- জাতীয় কংগ্রেসের প্রভাব-প্রতিপত্তি খর্ব করা।
- কংগ্রেস বিরোধী অন্যান্য সংগঠনের সঙ্গে মৈত্রী স্থাপন করা।
প্রকৃতপক্ষে কংগ্রেস ও হিন্দু বিরোধিতার উদ্দেশ্যে নিয়েই মুসলিম লীগের জন্ম হয় এবং এই উদ্দেশ্যে এই সংগঠনটি তার কর্মধারা পরিচালনা করে।
.......................................
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|