1782 খ্রিস্টাব্দে গোয়ালিয়ারের সিন্ধিয়ার মদাস্তায় ওয়ারেন হেস্টিংস ও মারাঠাদের মধ্যে সলবাই এর সন্ধি স্বাক্ষরিত হয়। সলবাই এর সন্ধির শর্তানুসারে-
- ইংরেজরা মাধবরাও নারায়ণকে পেশোয়া বলে স্বীকার করে নেয়। বিজিত স্থানগুলি মারাঠাদের ফিরিয়ে দেয় এবং বিনিময়ে সলসেট লাভ করে।
- ইংরেজরা রঘুনাথ এর পক্ষ ত্যাগ করে এবং তাকে বাৎসরিক তিন লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়।
- সিন্ধিয়ার যমুনা নদীর পশ্চিম তীরস্ত অঞ্চলগুলি ফেরত পান।
সলবাইয়ের সন্ধির মূল্যায়ন
এই চুক্তিতে ইংরেজদের তাৎক্ষণিক লাভ হয়নি, একমাত্র সলসেট বন্দরটি লাভ করে মাত্র। তথাপি এই চুক্তিকে ভারতের ইতিহাসে ইংরেজদের ক্ষমতা প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়। এই সন্ধির দ্বারা ইংরেজরা মারাঠাদের দীর্ঘ কুড়ি বছর নিস্ক্রিয় রাখতে পেরেছিল। এই অবকাশে ইংরেজরা শক্তি সঞ্চয় করে মহীশূর, ফরাসি, নিজাম এমনকি অযোধ্যার সাথেও চরম বোঝাপড়া করতে সক্ষম হন।
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|