ভারতের স্বাধীনতা অর্জনে কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য চক্রবর্তী রাজাগোপালাচারী এক সূত্র রচনা করেছিলেন যা সি. আর. ফর্মুলা বা CR Formula(1944) নামে পরিচিত।
![]() |
ভারত বর্ষ |
1944 খ্রিস্টাব্দে সি আর ফর্মুলার মূলকথা
এতে বলা হয় যে, উভয় দল একত্রে আন্দোলন করবে। স্বাধীনতা লাভ হলে পৃথক রাষ্ট্র গঠনের প্রয়োজন আছে কিনা তা যাচাই করার জন্য মুসলিমদের গণভোট নেওয়া হবে। যদি স্বপক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট দেয় তাহলে মুসলিমদের জন্য পৃথক প্রদেশ গঠন করা হবে এবং হিন্দু শাসিত প্রদেশের সাথে যুক্ত করে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হবে।
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|