মৌর্য সাম্রাজ্য mcq

১.  মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর-  চন্দ্রগুপ্ত মৌর্য্য 


২. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর- চাণক্য 


৩. প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর- চন্দ্রগুপ্ত মৌর্য ।


৪. চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন ?

উত্তর- বিন্দুসার ।


৫. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?

উত্তর- বৃহদ্রথ ।

মৌর্য সাম্রাজ্য mcq

৬. প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন ?

উত্তর- চন্দ্রগুপ্ত মৌর্য ।


৭. চন্দ্রগুপ্ত মৌর্য যে গ্রীক রাজাকে পরাজিত করেছিলেন তার নাম কি ?

উত্তর- সেলুকাস ।


৮. চন্দ্রগুপ্তের মৌর্যের স্ত্রীর নাম কি ?

উত্তর- দুর্ধরা ।


৯. অশোক কোন ধর্মে দীক্ষা নেন ?

উত্তর- বৌদ্ধ ধর্ম ।


১০. চন্দ্রগুপ্ত মৌর্যের পিতার নাম কি ?

উত্তর-  সর্বার্থসিদ্ধি মৌর্য (sarvarthasiddhi maurya) ।


১১. সম্রাট অশোকের স্ত্রীর নাম ?

উত্তর-  দেবী, কারুবকী, পদ্মাবতী, তিষ্যরক্ষা (দেবী অশোকের প্রথম স্ত্রী ছিল, কারুবকী দ্বিতীয় স্ত্রী ছিল, পদ্মাবতী তৃতীয় ছিল এবং তিষ্যরক্ষা চতুর্থ স্ত্রী ছিল)।


১২. সম্রাট অশোক এর রাজত্ব কাল ?

উত্তর- 269 - 232 খ্রিস্টপূর্ব ।


১৩. অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা ?

উত্তর- অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা।


১৪. প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন ?

উত্তর- চন্দ্রগুপ্ত মৌর্য ।


১৫. বিন্দুসারের উপাধি কি ছিল ?

উত্তর- অমিত্রাঘাত (যার শব্দের অর্থ হলো অর্থ শত্রু নিধন) ।


১৬. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল ?

উত্তর- পাটালিপুত্র ।


১৭. সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল ?

উত্তর- পাটালিপুত্র বর্তমানে যার নাম পাটনা আছে । এছাড়াও উজ্জয়িনী, তক্ষশীলা সম্রাট অশোকের প্রাদেশিক রাজধানী ছিল।


১৮. সেলুকাস কে ছিলেন ?

উত্তর- সেলুকাস (Seleucus) ছিলেন একজন গ্রীক বীর যোদ্ধা ছিলেন, তিনি আলেকজান্ডারের সেনাপতি ছিলেন এবং আলেকজান্ডারের মৃত্যুর পর তিনি সফল শাসক ছিলেন।



তথ্যসূত্র

  1. সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)
  2. Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India".
  3. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".

সম্পর্কিত বিষয়

  1. অশোকের শাসন ব্যবস্থা (আরো পড়ুন)
  2. সম্রাট অশোকের ধর্ম (আরো পড়ুন)
  3. ধর্ম মহাপাত্র কি  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐