1947 খ্রিস্টাব্দে 22শে মার্চ লর্ড মাউন্টব্যাটেন ভারতের গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন। ঐ বছর 24 শে মার্চ থেকে 6 জুন পর্যন্ত ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রায় 133 টি বৈঠক করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। জিন্নাহর স্বতন্ত্র পাকিস্তানের দাবিতে অনড় ছিলেন। অন্যদিকে গান্ধীজী ছিলেন ভারত বিভাগের ঘোর বিরোধী।
![]() |
মহতমা গান্ধী |
![]() |
বল্লভ ভাই প্যাটেল |
এই অবস্থায় মাউন্টব্যাটেন উপলব্ধি করেন যে, ভারত ব্যবচ্ছেদ ছাড়া দুটো মীমাংসার অন্য কোন পথ নেই। অবশেষে 3রা জুন তিনি ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। তার পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য ছিল- হিন্দু প্রধান এলাকা নিয়ে ভারত এবং মুসলিম প্রধান এলাকা নিয়ে পাকিস্তান নামে দুটি পৃথক Dominion গঠন করা হবে এবং পাঞ্জাব ও বাংলাকে ভাগ করা হবে। মাউন্টব্যাটেনের এই পরিকল্পনাকে বলকান পরিকল্পনা বা Plan Balkan নামে অভিহিত করা হয়েছে।
লীগ নেতৃবৃন্দ যদিও মাউন্টব্যাটেনের এই প্রস্তাবে রাজি হয়ে যান, কিন্তু কংগ্রেস নেতাদের মধ্যে এই প্রস্তাবের সর্বাপেক্ষা বাধা ছিল মহাত্মা গান্ধী। মাউন্টব্যাটেন তাকে দাঙ্গা দমনে দায়িত্ব দিয়ে দিল্লি থেকে দূরে বাংলায় পাঠিয়ে দেন। নেহেরু ও প্যাটেল মতো কংগ্রেসের শীর্ষে নেতারা দিল্লিতে থেকে যান। লীগের প্রত্যক্ষ সংগ্রামের জন্য তারা ছিলেন হতাশাগ্রস্থ।
মাউন্টব্যাটেনের প্রস্তাব মারলে ভারতের একটি বৃহৎ অঞ্চল পাকিস্তান নামে একটি নতুন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করবে অথবা মাউন্টব্যাটেনের প্রস্তাব না মানলে ভারত বলকানীকরণ অঞ্চল হবে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে ভারত বিভক্ত হবে। এই দুই বিকল্পের মধ্যে তারা প্রথমটি বেছে নেন। মাউন্টব্যাটেনের প্রস্তাবে লীগ ও কংগ্রেস নেতারা রাজি হবার পর গান্ধীজির পক্ষে দিল্লিতে আর নতুন করে আলোচনা শুরু করা সম্ভব ছিল না।
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।