১. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উত্তর- দ্বিতীয় জীবিত গুপ্ত ।
২. গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর- সমুদ্র গুপ্ত ।
৩. গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা কে কি বলা হত ?
উত্তর- দিনার ।
৪. গুপ্ত যুগের প্রচলিত রৌপ্য মুদ্রা কে কি বলা হত ?
উত্তর- রুপায়াকা ।
৫. গুপ্ত যুগের প্রচলিত তামার মুদ্রা কে কি বলা হত ?
উত্তর- চান্দ্রা ।
৬. গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল ?
উত্তর- সংস্কৃত ।
৭. গুপ্ত যুগের দুজন বিখ্যাত জ্যোতির্বিদ এর নাম কি ?
উত্তর- আর্যভট্ট, বরাহমিহির ।
৮. গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
উত্তর- পাটালিপুত্র ।
৯. সমুদ্র গুপ্ত কে ভারতের নেপোলিয়ন কে বলেছিলেন ?
উত্তর- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ।
১০. কোন গুপ্ত সম্রাট কে ভারতের রক্ষাকারী বলা হয় ?
উত্তর- স্কন্দগুপ্ত (তিনি হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হয়েছিলেন, তাই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়)।
১১. সমুদ্র গুপ্তের সভাকবি কে ছিলেন ?
উত্তর- হরিষেণ ।
১২. সমুদ্র গুপ্ত উত্তর ভারতের কতজন রাজাদের পরাজিত করেছিলেন ?
উত্তর- সমুদ্র গুপ্ত উত্তর ভারতের নয় জন রাজাদের পরাজিত করেছিলেন। ( রুদ্রদেব, নাগদত্ত, চন্দ্রবর্মন, নাগসেন, গণপতিনাগ, নন্দীন, বলবর্মন, মতিল, অচ্যুত প্রমুখগণ)।
১৩. এলাহাবাদ প্রশস্তি থেকে কোন সম্রাটের কথা জানা যায় ?
উত্তর- সমুদ্র গুপ্ত ।
১৪. কোন গুপ্ত সম্রাট দক্ষিণ ভারত আক্রমণ ও জয় করেন ?
উত্তর- সমুদ্র গুপ্ত ।
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
সম্পর্কিত বিষয়
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|