১. হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উত্তর- বিম্বিসার ।
২. মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানীর নাম কি ?
উত্তর- রাজগৃহ বা রাজগীর ।
৩. আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন ?
উত্তর- মগধ সাম্রাজ্যের সম্রাট ছিলেন ধননন্দ ।
৪. মগধের রাজধানী কোথায় ছিল ?
উত্তর- রাজগৃহ ।
৫. মগধ অঞ্চলের অন্যতম কৃষিজ ফসল কী ছিল ?
উত্তর- ধান (কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে ধান গমকে ছাড়িয়ে গিয়েছিল, যার ফলে ধান উৎপাদনকারী এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেড়েছিল যথেষ্ট)।
৬. মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর- রাজা জরাসন্ধ (পুরাণের বর্ণনা অনুযায়ী মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল বৃহদ্রথ এর পুত্র রাজা জরাসন্ধ)।
৭. অজাতশত্রু কোন বংশের রাজা ছিলেন ?
উত্তর- হর্ষঙ্ক বংশ ।
৮. পাটলিপুত্রের বর্তমান নাম কি ?
উত্তর- পাটনা ।
৯. মগধের রাজা কে ছিলেন ?
উত্তর- বিম্বিসার ।
১০. পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন ?
উত্তর- উদয়ীন বা উদয় ভদ্র ।
১১. মগধ সাম্রাজ্যের প্রথম প্রভাবশালী রাজা কে ছিলেন ?
উত্তর- বিম্বিসার ।
১২. রাজা বিম্বিসারের এর রাজবৈদ্য কে ছিলেন ?
উত্তর- জীবক ।
১৩. পাটালিপুত্র কাদের রাজধানী ছিল ?
উত্তর- মৌর্যদের।
১৪. অজাতশত্রু উপাধি কি ছিল ?
উত্তর- কুনিক ।
১৫. বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা ?
উত্তর- হর্ষঙ্ক বংশের ।
১৬. বিম্বিসার এর উপাধি কি ছিল ?
উত্তর- শ্রেনিক ।
১৭. বিম্বিসার এর পুত্রের নাম কি ?
উত্তর- অজাতশত্রু ।
১৮. বিম্বিসারের রাজধানী কোথায় ছিল ?
উত্তর- রাজগৃহ বা রাজগীর ।
১৯. মগধের রাজধানী ছিল পাটালিপুত্র ঠিক না ভুল ?
উত্তর- ঠিক (প্রথমে মগধের রাজধানী ছিল রাজগৃহ, পরে পাটালিপুত্র মগধের রাজধানী বানিয়েছিল)।
২০. নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর- ধননন্দ ।
২১. অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন ?
উত্তর- মগধ ।
২২. অজাতশত্রুর মাতার নাম কি ছিল ?
উত্তর- হর্য্যঙ্ক রাজবংশের রাজা বিম্বিসার ও কোশল রাজকন্যার চেলেনার পুত্র ছিলেন।
২৩. মগধ সাম্রাজ্যের রাজবংশ গুলির নাম কি কি ?
উত্তর- হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ ।
২৪. মহাপদ্ম নন্দ উপাধি কি ছিল ?
উত্তর- একরাট ও সর্বক্ষত্রান্ত্ক ।
২৫. অজাতশত্রুর এর পুত্রের নাম কি ?
উত্তর- উদায়িভদ্দক ।
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)।
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India".
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
সম্পর্কিত বিষয়
- মগধের উত্থানের কারণ (আরো পড়ুন)
- মগধ সাম্রাজ্যের উত্থানের পটভূমি (আরো পড়ুন)।
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)।
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)।
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।