তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব

ভারতের ইতিহাসের তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঘুর রাজ্যের শাসক মুহাম্মদ ঘুরি পেশোয়া, শিয়ালকোট প্রভৃতি রাজ্য জয় করার পর 1191 খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ এর সিদ্ধান্ত নেন। এই সময় দিল্লির চৌহান বংশের শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এর কাছে মুহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হন।

তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব

তরাইনের দ্বিতীয় যুদ্ধের কারণ হিসেবে রাজপুত চারণ কবি চাঁদ বরদই এর লেখা পৃথ্বীরাজ রাসো কাব্য থেকে জানা যায় যে- পৃথ্বীরাজ রাজ্য জয় চন্দ্রের সুন্দরী কন্যা সংযুক্তাকে জোর করে অপহরণ করে বিবাহ করলে জয়চন্দ্র মুহাম্মদ ঘুরিকে পৃথ্বীরাজ এর বিরুদ্ধে চক্রান্তে রচিত করেন। ঘুরিও তখন তরাইনের প্রথম যুদ্ধের হারের প্রতিশোধ নেওয়ার জন্য পৃথ্বীরাজ এর বিরুদ্ধে অভিযান করেন। ফলে সংঘটিত হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ (1192 খ্রিস্টাব্দ) এবং যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত হন। পরে ষড়যন্ত্রর করে তাকে হত্যা করা হয়।


তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কি ছিল

এই যুদ্ধের গুরুত্বগুলি হল-

  1. তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজের পরাজয় রাজপুতের শক্তির উপর দারুন আঘাত আনে। আর ভারতীয় সামরিক শক্তির দুর্বলতা প্রকট হয়ে ওঠে।
  2. তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর ভারতের স্থায়ী মুসলিম রাজ্য গড়ে ওঠে।
  3. এই যুদ্ধের পর বলা যায় হিন্দু যুগের অবসানের মুসলিম যুগ তথা মধ্যযুগের সূচনা হয়। ঐতিহাসিক দেন পুলের মতে, এই বিজয় ভারতের ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেয়।

FAQ’s (তরাইনের দ্বিতীয় যুদ্ধের কিছু প্রশ্ন উত্তর)

১. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর- তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান এর মধ্যে হয়েছিল।

২. তরাইনের ২য় যুদ্ধে কে পরাজিত হন ?
উত্তর- তরাইনের ২য় যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত হন এবং পরে ষড়যন্ত্রর করে তাকে হত্যা করা হয়

৩. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিলেন ?
উত্তর- তরাইনের দ্বিতীয় যুদ্ধে মুহাম্মদ ঘুরি জয়লাভ করেছিলেন।

৪. তরাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর- তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে দিল্লির চৌহান বংশের শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মুহাম্মদ ঘুরি এর মধ্যে হয়েছিল এবং মুহাম্মদ ঘুরি এই যুদ্ধে পরাজিত হন।


তথ্যসূত্র

  1. Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India"
  2. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|

                         -----------------------------

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐