অতীতকে স্মরণ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

👉ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে ছিলেন ❓

উঃ- রমেশচন্দ্র মজুমদার।


👉 'Early History of India' গ্রন্থের রচয়িতা কে❓

উঃ- ভিনসেন্ট স্মিথ।


👉 'বৈজ্ঞানিক ইতিহাসচর্চার জনক' কাকে বলা হয়❓

উঃ- থুকিডিডিসকে।


👉 মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম -

উঃ- সেদিনের কথা।


👉 রাজতরঙ্গিনী গ্রন্থে যে স্থানের ইতিহাস বর্ণিত হয়েছে -

উঃ- কাশ্মীরের।

অতীতকে স্মরণ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


👉 'সব ইতিহাসই সমকালীন ইতিহাস'- এটি কার উক্তি❓

উঃ- ক্রোচের।


👉 ‘রাজতরঙ্গিনী' রচনা কে করেছিলেন❓

উঃ- কলহন।


👉 ‘মিথ’ কথাটি এসেছে ‘মিথোস' থেকে যেটি একটি -

উঃ- গ্রিক শব্দ।


👉 "জীবনের জলসাঘরে' কার আত্মজীবনী❓

উঃ- মান্না দে।


👉 ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ হলো -

উঃ- রাজতরঙ্গিনী।


👉 'ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথপোকথন' ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানা প্রয়োজন - উক্তিটি কার❓

উঃ-  ই. এইচ. কার - এর।


👉 'ইতিহাস হল জ্ঞান-বিজ্ঞানের এমন একটি শাখা, যা মানুষকে জ্ঞানী করে' - উক্তিটি কার❓

উঃ- ফ্রান্সিস বেকনের।


👉“ইতিহাস একটি বিজ্ঞান–এর বেশিও নয়, কমও নয়।”- এটি কার উক্তি❓

উঃ- বিউরী।


👉 ‘একাত্তরের ডায়েরী' নামক স্মৃতিকথার রচয়িতা কে❓

উঃ- সুফিয়া কামাল।


👉 ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত❓

উঃ- প্যারিসে।


👉 দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম' হল একটি -

উঃ-  স্মৃতিকথা।


👉'প্যারালাল মিথস' (১৮১২ খ্রিস্টাব্দ) গ্রন্থের রচয়িতা- 

উঃ- জে. এফ. বিয়ারলেইন।


👉 ১৮০০ খ্রিস্টাব্দ কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা কে করেছিলেন ❓

উঃ- লর্ড ওয়েলেসলি।


👉 'আধুনিক ইতিহাসতত্ত্বের জনক' নামে কে খ্যাত❓

উঃ- ইবন খালদুন।


👉 ইউরোপে আধুনিক তথ্য-নির্ভর ইতিহাসচর্চার ধারা সূচনা কে করেছিলেন ❓

উঃ- লিওপোল্ড ভন রাঙ্কে।


👉 গুপ্তযুগে 'পঞ্চতন্ত্র' নামক লোককাহিনির রচয়িতা কে❓

উঃ- বিষ্ণুশর্মা।


লেখক পরিচিতি

সুমন মোহন্ত
নাম- সুমন মোহন্ত
কলেজের নাম- নেতাজি মহাবিদ্যালয়
(২ সেমিস্টার, ইতিহাস অনার্স)
ঠিকানা- আরামবাগ, মায়াপুর,
পিন কোড- ৭১২৪১৩

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐