👉 কলকাতা মেডিকেল কে প্রতিষ্ঠা করেন❓
উঃ- জন টেইলর।
👉 কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়❓
উঃ- ১৮৩৫খ্রিঃ।
👉কার নেতৃত্বে ‘ওয়াংশো চুক্তি সংস্থা’ কবে গঠিত হয়❓
উঃ- ১৯৫৫-সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বে।
👉কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়❓
উঃ- মাও সে তুং।
আন্দোলন |
👉কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রীসভা গঠিত হয়❓
উঃ- সুখময় সেন গুপ্ত।
👉কার স্বাক্ষরের ফলে গণ পরিষদে সংবিধান পাশ হয়❓
উঃ- রাজেন্দ্র প্রসাদ।
👉কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়❓
উঃ- রিবেনট্রপ ।
👉কার সম্পাদনায় ‘হিন্দুপেট্রিয়ট’ পত্রিকা সম্পাদিত হয়❓
উঃ- হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।
👉কার্বোনারি দলের দুজন নেতার নাম লেখো -
উঃ- মাৎসিনি, ও গ্যারিবল্ডি।
👉 কার্বোনারী দলের প্রতিষ্ঠাতা কে❓
উঃ- লেনিন।
👉কার্লাইল সার্কুলার কে জারী করেন❓
উঃ- সি.ডব্ল.কার্লাইল।
👉কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন❓
উঃ- ১৯১৫ খ্রিঃ মৌলানা বরকতুল্লা ও রাজা মহেন্দ্রপ্রতাপ।
👉কারা কবে মিত্রমেলার প্রতিষ্ঠা করেন❓
উঃ- গণেশ সাভারকর ও দামোদর সাভারকর। ১৮৯৯ খ্রিঃ।
👉 কালো গান্ধি (Black Gandhi) - কাকে বলে❓
উঃ- ড. নেলসন মেন্ডেলা।
লেখক পরিচিতি
নাম- সুমন মোহন্ত কলেজের নাম- নেতাজি মহাবিদ্যালয় (২ সেমিস্টার, ইতিহাস অনার্স) ঠিকানা- আরামবাগ, মায়াপুর, পিন কোড- ৭১২৪১৩ |
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।